বাংলা হান্ট ডেস্ক :রাজ্যের আইনশৃঙ্খলার দিকে দীর্ঘদিন ধরেই আঙুল তুলছে বিরোধীরা। রাজ্যের গণতান্ত্রিকতা নিয়ে আবার কখনও নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি শিবির। তবে এবার আবারও সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে শাসক শিবিরকে দুষল বিজেপি। সোমবার মেটিয়াবুরুজে খুন হওয়া শিক্ষকের ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে নিজের ফেসবুক পেজে রাজ্যে বিরোধীদের বেঁচে থাকা দায় হয়ে উঠেছে বলে অভিযোগ তোলেন বিজেপি নেতা অনুপম হাজরা।
প্রশাসনের দিকে আঙুল তুলে ফেসবুক পেজে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গে বেঁচে থাকা দায় হয়ে উঠেছে বিরোধীদের৷ প্রকাশ্য দিবালোকে মেটিয়াবুরুজে গুলিবিদ্ধ হলেন শিক্ষক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একনিষ্ঠ কার্যকর্তা বীর বাহাদুর সিং৷ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থা কোন তলানীতে গিয়ে ঠেকেছে, প্রতি মুহূর্তে বিরোধীদের উপরে এই নৃশংস আক্রমণ, তা প্রমাণ করে৷’
যদিও রাজ্যের পুলিশের বিরুদ্ধে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ রয়েছে বিরোধীদের। পুলিশ প্রশাসনের কোনো নিয়ম-নীতি নেই এমনও বলতে শোনা গেছে। তবে এবার সরাসরি সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন তৃণমূল নেতা।
উল্লেখ্য, সোমবার সকাল প্রায় দশটা নাগাদ মেটিয়াবুরুজের একটি স্কুলের কম্পিউটার প্রশিক্ষক বীরবাহাদুর সিংহ স্কুলে যাওয়ার সময় দুষ্কৃতিদের গুলিতে নিহত হন।
কিন্তু তারপরে ঘটনার তদন্তে নেমে এখনও অবধি অভযুক্তদের কিনারা করতে পারেনি পুলিশ। তবে ঘটনার জোর তদন্তও হচ্ছে। ঘটনার সঙ্গে পারিবারিক কোনো শত্রুতা যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ভাড়া বাড়ি ছাড়া নিয়ে সমস্যা চলছিল বলে জানা গেলেও আরও কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।