‘বিতৃষ্ণায় তৃণমূলে যোগ দিলে ভালো হবে?’ এবার বোমা ফাটালেন অনুপম হাজরা

বাংলা হান্ট ডেস্ক: গত কয়েকদিন ধরে বঙ্গ বিজেপি (BJP) নেতাদের সঙ্গে মারাত্মক বাদানুবাদ দেখা যাচ্ছে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার (Anupam Hazra)। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে-ও (Sukanta Majumdar) আক্রমণ করেছিলেন অনুপম। আর এবার বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

অনুপম হাজরা বলেন, ‘কত মানুষকে বসিয়ে রাখা হয়েছে তা জানতেই আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি। ৩৫টা সিটের টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। অথচ এত বিপুল সংখ্যক মানুষ বসে থাকলে হতাশায়, বিতৃষ্ণায়, তৃণমূল (TMC) বা সিপিএমে (CPIM) যোগ দিলে সেটা কি দলের পক্ষে ভালো হবে? একটা সিন্ডিকেট চলছে। মৌচাকে ঢিল পড়েছে। কেউ চায় পদে থাকতে ব্যালেন্স করে চলতে। এই যে যারা এককাট্টা হয়েছে, এদের তো সুকান্ত মজুমদার বা অমিতাভ চক্রবর্তী পদ দিয়েছে।’

উল্লেখ্য, দিন কয়েক আগেই অনুপম বলেছিলেন, ‘সবাইকে নিয়ে চলতে গিয়ে আমি দেখলাম, একটা বড় অংশ বসে রয়েছে। রাজ্যের পদাধিকারীরা নিজেদের পিঠ বাঁচাতে বলতেই পারেন আমাদের মধ্যে কোনও ক্ষোভ নেই, বিক্ষোভ নেই।’ এই প্রসঙ্গে অমিতাভ চক্রবর্তী (Amitava Chakraborty), সুকান্ত মজুমদারের নামও নেন তিনি। বুধবার খয়রাশোলে অনুপমের উপরে হামলার অভিযোগ করা হয়েছে। এর নেপথ্যে বিধায়ক অনুপ সাহা (Anup Saha) এবং তাঁর স্নেহধন্য ধ্রুব সাহা রয়েছেন বলেও দাবি করেন তিনি।

এদিকে সুকান্ত মজুমদার অনুপমের এই মন্তব্যের পরই নাম না করে বলেন, ‘বুথ সভাপতি হোক বা তিনি যেই হোন, তৃণমূলের সুবিধা করে দেওয়া কোনও বিজেপি নেতার কাজ হতে পারে না।’

anupam

এই নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষও (Dilip Ghosh)। তিনি বলেন, ‘উনি কী বলছেন না বলছেন, তা দেখার জন্য লোক আছে। এখানে স্থানীয় রাজনীতির যদি সমস্যা হয় প্রদেশের তরফে কেন্দ্রের সঙ্গে কথা বলা উচিত‌ যে ওঁর বক্তব্যের জন্য এই সমস্যা হচ্ছে। হয়তো পার্টির ভিতরের কিছু কথা উনি বাইরে বলছেন। সেটা নিয়ে সমস্যা হচ্ছে। হয়তো কর্মীদের মনের কথা বলতে গিয়ে পার্টির বাইরে চলে যাচ্ছে।’

Avatar
Monojit

সম্পর্কিত খবর