অপমান করেন বস, বাড়েনি বেতনও! ঢাক-ঢোল সহকারে “Toxic Job” ছেড়ে নাচলেন কর্মী, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। এদিকে, নেটমাধ্যমে প্রায়শই এমন কিছু ভিডিও সামনে আসে যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে সবার মন। এমনকি, সেগুলি তুমুল ভাইরাল (Viral Video) হওয়ার সুবাদে পৌঁছে যায় প্রত্যেকের কাছেই। সেই রেশ বজায় রেখেই ঠিক সেই রকমই এক ভিডিও এবার ঝড় তুলেছে নেটপাড়ায়। যেখানে, চাকরি ছেড়ে দেওয়ার পর একজনের অদ্ভুত কর্মকাণ্ড দেখে অবাক হয়েছেন নেটাগরিকরা। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

উল্লেখ্য যে, এমন অনেকেই থাকেন যাঁরা তাঁদের কর্মক্ষেত্রে বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়ার পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু এবার, পুণেতে যা ঘটেছে তা সত্যিই নজির হয়ে থাকল। সেখানে, একজন কর্মী চাকরি ছেড়ে দেওয়ার পর মন খারাপের পরিবর্তে ঢাক-ঢোল সহকারে আনন্দে নাচতে শুরু করে দেন। এমনকি, তাঁর ম্যানেজারের সামনে এই কান্ড ঘটিয়ে ফেলেন তিনি। আর এই ভিডিওটিই এখন উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 

View this post on Instagram

 

A post shared by Anish Bhagat (@anishbhagatt)

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পুণের বাসিন্দা অনিকেত নামের ওই কর্মী একটি সংস্থায় সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেন। কিন্তু, “টক্সিক ওয়ার্ক এনভায়রনমেন্ট”-এর জন্য তিনি অত্যন্ত চাপে ছিলেন। আর সেই কারণেই ওই চাকরি ছেড়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে তিনি নিজেই একটি জমকালো বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে ফেলেন। শুধু তাই নয়, ঢাক-ঢোল সহকারে বন্ধুদের সাথে আনন্দ উদযাপনের পর তিনি সেখানে তাঁর ম্যানেজারকেও আমন্ত্রণ জানান। যেটি দেখে রেগে যান ম্যানেজার। আর এই সমগ্র বিষয়টি পরিলক্ষিত হয়েছে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে।

আরও পড়ুন: রোহিত কিংবা কোহলি নন! ভারতকে T20 বিশ্বকাপ এনে দেবেন এই দুই প্লেয়ার, নাম জানালেন যুবরাজ

তিন বছর বেতন বাড়ানো হয়নি: প্রসঙ্গত উল্লেখ্য যে, ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন অনীশ ভগত। ওই ভিডিওতে অনিকেত জানিয়েছেন, এই চাকরির সময়ে তাঁকে কি কি সমস্যায় পড়তে হয়েছে। অনিকেত জানান, তিনি এই কোম্পানিতে ৩ বছর ধরে কাজ করছেন, কিন্তু বেতন বৃদ্ধি ঘটেনি। এছাড়া তিনি আরও বলেন, বস তাঁকে মোটেও সম্মান করেন না।

আরও পড়ুন: সস্তার দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারতীয় পাসপোর্ট, সবথেকে দামি কে? নাম জানলে হয়ে যাবেন “থ”

পাশাপাশি এটাও জানা গিয়েছে যে, অল্প বয়সেই তিনি তাঁর বাবাকে হারান। যেই কারণে তাঁর ওপর বড় দায়িত্ব এসে পড়ে। তবে, এবার তিনি চাকরি ছেড়ে ফিটনেস ট্রেনার হতে চান। এদিকে ইতিমধ্যে এই ভিডিওটি তুমুল ভাইরাল হতে শুরু করেছে। পাশাপাশি প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ৬৮,৬০০ জনেরও বেশি এই ভিডিওটি লাইক করেছেন। এছাড়াও, ভিডিওটির পরিপ্রেক্ষিতে নিজেদের মতামতও জানিয়েছেন নেটাগরিকরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর