নামমাত্র বার্ষিক আয়, এদিকে ৫৫৪ কোটির সম্পত্তি! মহুয়া নাকি অমৃতা, কৃষ্ণনগরে কোন প্রার্থীর ট্যাঁকের জোর বেশি?

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রে মুখোমুখি হচ্ছেন দুই হেভিওয়েট প্রার্থী। তৃণমূল কংগ্রেসের পোড় খাওয়া নেত্রী মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে বিজেপির বাজি মহারাজ কৃষ্ণচন্দ্রের পরিবারের কূলবধূ রানিমা অমৃতা রায় (Rani Maa Amrita Roy)। ভোটবাক্সে কে কাকে টেক্কা দিলেন, তা জানতে কিছুটা সময় অপেক্ষা করতে হলেও, সম্পত্তির (Property) নিরিখে কে এগিয়ে তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে।

মহুয়া এবং অমৃতা, দু’জনেই ইতিমধ্যে নিজেদের নির্বাচনী হলফনামা জমা করে দিয়েছেন। হলফনামা অনুসারে, ৪৯ বছরের মহুয়া অঙ্ক এবং অর্থনীতিতে স্নাতক। ১৯৯৮ সালে আমেরিকার ম্যাসাচুসেটসের কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন তিনি। কৃষ্ণনগরের (Krishnanagar) জোড়াফুল প্রার্থী নদিয়ার করিমপুরের ভোটার।

মহুয়ার হলফনামা থেকে জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর রোজগার ছিল ১২,০৭,৫৪১ টাকা। তৃণমূল নেত্রীর একটি মাহিন্দ্রা স্করপিও গাড়ি রয়েছে। ২০১৬ সালে সেটি কিনেছিলেন তিনি। আয়ের উৎস হিসেবে মহুয়া জানিয়েছেন, সাংসদ হিসেবে পাওয়া বেতন, প্রফেশনাল ফিস এবং জমানো টাকা থেকে প্রাপ্ত সুদ। মহুয়ার বিরুদ্ধে ফৌজাদারি ষড়যন্ত্র এবং জনপ্রতিনিধি হিসেবে সুদ নেওয়ার অভিযোগ রয়েছে। সিবিআই দিল্লির এই মামলার তদন্ত করছে। অন্যদিকে তাঁর লোকসভার সাংসদ পদ আগেই খারিজ হয়েছে।

আরও পড়ুনঃ ভেঙে ফেলা হবে ৩৩৩টি বেআইনি নির্মাণ! মালিকরা হাই কোর্টের দ্বারস্থ হতেই বিরাট নির্দেশ বিচারপতির

মহুয়ার ৩.২ ক্যারেটের হিরে রয়েছে। বর্তমানে যার বাজারদর ৮০ লক্ষ টাকা। সেই সঙ্গেই ১৫০ গ্রাম সোনা, রূপোর ডিনার সেট , রূপোর স্টি সেট এবং লক্ষাধিক টাকার গয়না রয়েছে। তৃণমূল প্রার্থীর কোনও জমিজমা অথবা বাণিজ্যিক ভবন নেই। হলফনামা অনুযায়ী, মহুয়ার অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৫০ লক্ষ ৬৭ হাজার ১৬৬ টাকা।

অন্যদিকে মহুয়ার প্রতিদ্বন্দ্বী তথা কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানিমা অমৃতা রায় বালিগঞ্জ বিধানসভা এলাকার ভোটার। তাঁর বাড়ি কলকাতার কড়েয়া থানা অঞ্চলে। ১৯৮৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেন অমৃতা। এডুকেশন নিয়ে নিজের স্নাতক সম্পন্ন করেছিলেন। ইনকাম ট্যাক্স রিটার্ন অনুসারে, ২০২২-২৩ অর্থবর্ষে অমৃতার রোজগার ছিল ২৯,৫০০ টাকা। ওই একই বছরে তাঁর স্বামী সৌমিশ চন্দ্র রায়ের আয় হিল ২,৯১,৯৩৪ টাকা।

Mahua Moitra Rani Maa Amrita Roy

বার্ষিক আয়ের নিরিখে মহুয়া বিজেপি প্রার্থীকে টেক্কা দিলেও, স্থাবর সম্পত্তির নিরিখে রাজ্যের যে কোনও প্রার্থীকে কড়া টক্কর দিতে পারেন অমৃতা। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। হলফনামা অনুসারে, রানিমা অমৃতার মাত্র ৪৫ গ্রাম সোনাদানা রয়েছে, অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০,৬৮,৭৪৫.৬৭ টাকা এবং তাঁর স্বামীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৪,৫২,০৪৫.৫৭ টাকা। কোনও কৃষি জমি নেই তাঁদের। তবে মহারাজ কৃষ্ণচন্দ্রের উত্তরাধিকারীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৫৪ কোটি ৫ লক্ষ ৮৩ হাজার ২৯৭ টাকা। অন্যদিকে যদি তাঁদের গাড়ির কথা বলা হয়, তাহলে ২০০৫ সালে সৌমিশের কেনা একটি টয়োটা করোলা এবং ২০১৪ সালে কেনা একটি মারুতি সুজুকি রয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর