‘কারোর বলা না বলায় কিছুই যায় আসে না’, কাশ্মীর ফাইলস প্রসঙ্গে বলিউডকে কটাক্ষ বিবেক-অনুপমের

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরের অন‍্যতম গুরুত্বপূর্ণ ও চর্চিত ছবি যে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files), এ নিয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়। মুক্তি পাওয়ার পর এখনো এক সপ্তাহও হয়নি। এর মধ‍্যেই সবার মুখে মুখে ঘুরছে এই ছবির নাম। বিতর্ক হোক বা প্রশংসা, কাশ্মীর ফাইলসকে অগ্রাহ‍্য করা সম্ভব নয়।

অথচ বলিউডে চিত্রটা একেবারেই অন‍্যরকম। সেখানে যেন শ্মশানের নিস্তব্ধতা। হাতে গোনা কয়েকজন অভিনেতা অভিনেত্রী ছাড়া কেউই মুখ খোলেননি এই বহুল চর্চিত ছবি নিয়ে। অথচ কিছুদিন আগেও কিন্তু ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’কে প্রশংসায় ভরিয়েছিল এই বলিউড তারকারাই। বহু ছবির সোশ‍্যাল মিডিয়ায় প্রচার করতে দেখা যায় বলি তারকাদের।

The Kashmir Files 1200by667
কিন্তু অদ্ভূত ভাবে দ‍্য কাশ্মীর ফাইলস এর ব‍্যাপারেই কেউ টুঁ শব্দটা পর্যন্ত করছে না। ব‍্যাপারটা এতটাই দৃষ্টিকটু যে দর্শকরাও সরব হয়েছেন হিন্দি ইন্ডাস্ট্রির সমালোচনায়। এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন কাশ্মীর ফাইলস ছবির দুই মূল কাণ্ডারী বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) এবং অনুপম খের (Anupam Kher)।

বেশিরভাগ ভাল ছবিকেই বাহবা দিতে দেখা যায় বলিউড তারকাদের‌। অথচ এবারেই এমন ‘নির্লজ্জ’ স্তব্ধতা! পরিচালক বিবেক অগ্নিহোত্রীর স্পষ্ট বক্তব‍্য, এতে কিছুই যায় আসে না। দেশ বদলাচ্ছে। পুরনো জবরদস্তি চাপিয়ে দেওয়া নির্দেশগুলো এখন ভেঙে গুঁড়িয়ে পড়ছে। ছবিতেও সেটাই তুলে ধরা হয়েছে।

পরিচালক বলেন, “দ‍্য কাশ্মীর ফাইলস সত‍্যি ঘটনা তুলে ধরে। বাস্তবের মানুষ এবং তাদের করুণ পরিণতির কথা বলে। এটা বলিউডের ব‍্যাপারে নয়।” ছবিতে অনুপম খের একজন কাশ্মীরি পণ্ডিতের চরিত্রে অভিনয় করেছেন যার পরিবার প্রত‍্যক্ষ ভাবে ওই নির্মমতার শিকার ছিল।

তাঁর কথাতেও একই সুর, “এটা বলিউডের ব‍্যাপারে নয়, বরং বাস্তব ঘটনার ব‍্যাপারে। কেউ কিছু বলল কী না বলল তাতে কিছুই যায় আসে না।” উল্লেখ‍্য, এখনো পর্যন্ত বলিউড থেকে কাশ্মীর ফাইলস নিয়ে যে যে তারকা মুখ খুলেছেন তাদের মধ‍্যে রয়েছেন কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমখর, মধুর ভাণ্ডারকর, ইয়ামি গৌতম। আমির খান জানিয়েছেন, তিনি ছবিটি দেখেননি। অন‍্যদিকে স্বরা ভাস্কর কটাক্ষ করতে গিয়ে নিজেই ট্রোল হয়েছেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর