বলিউডে কোণঠাসা? একটা চাকরির খোঁজে… এ কী হাল অনুপমের!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের সিনিয়র অভিনেতা অনুপম খের (Anupam Kher)। দশকের পর দশক ধরে নিজের দুরন্ত অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন তিনি। মূলধারার বাণিজ্যিক ছবি থেকে ভিন্নধর্মী চরিত্র, অভিনয়ে বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন অনুপম (Anupam Kher)। শুধুই কি হিন্দি ছবি, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও নিজের ছাপ রেখেছেন তিনি। সেই অনুপম খেরই (Anupam Kher) নাকি এবার চাকরি খু্ঁজতে বেরোলেন!

চাকরি খুঁজছেন অনুপম (Anupam Kher)

হ্যাঁ ঠিকই পড়েছেন। চাকরির বাজারে কাজ খুঁজছেন অনুপম খের (Anupam Kher)। যাঁরা চাকরির হাল হকিকতের খোঁজ খবর রাখেন তাঁরা লিঙ্কডইন প্ল্যাটফর্মের নাম নিশ্চয়ই জানেন। এই প্ল্যাটফর্মেই নিজের বায়োডেটা আপলোড করেছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অনুপম (Anupam Kher)। সেখানে দেখা যাচ্ছে, চাকরি খোঁজার প্ল্যাটফর্মে নিজের বায়োডেটা আপলোড করছেন তিনি। সেখানে নিজেকে ‘স্ট্রাগলিং’ অভিনেতা হিসেবেও দাবি করেছেন অনুপম (Anupam Kher)।

আরো পড়ুন : জাস্ট একটুর জন্য… কেবিসিতে কোটি টাকা জিতেও ৭ কোটির এই প্রশ্নে হোঁচট, আপনি জানেন উত্তর?

কী লিখলেন অভিনেতা

ভিডিওটি শেয়ার করে অনুপম (Anupam Kher) লিখেছেন, ‘প্রতি পাঁচ বছর অন্তর আমি আমার বায়োডেটা আপডেট করি। সৌভাগ্যক্রমে আমার পেশায় বয়সের কোনো সীমা নেই। আশা করি আমার বায়োডেটা আপনাদের ভালো লাগবে। জয় হো!’

আরো পড়ুন : ‘ও আমার বেশি কাছের’, রণবীর এবং ভিকির মধ্যে কাকে রাত তিনটেয় ফোন করবেন তৃপ্তি?

অবসাদের কথা জানান অনুপম

প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে সম্প্রতি অবসাদের সময়ের কথা প্রকাশ করেছেন অনুপম খের (Anupam Kher)। এতদিন সেই সময়ের কথা লুকিয়ে রেখেছিলেন তিনি। এতদিন পর বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেতা। এক সাক্ষাৎকারে অনুপম (Anupam Kher) বলেন, সে সময় রাতে তিনি ঘুমাতে পারতেন না। মনে হত যেন কোথাও হারিয়ে যাচ্ছেন। জীবন থেমে গিয়েছিল। কাজ করতেন ঠিকই কিন্তু মন লাগত না। লুকিয়ে লুকিয়ে কাঁদার কথাও স্বীকার করেছেন অনুপম। এখন অবশ্য সুস্থ আছেন তিনি।

Anupam Kher

প্রসঙ্গত, বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অনুপম খের। ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রায় সব অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেই কাজ করেছেন তিনি। বর্তমানে হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন অনুপম।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর