কাশ্মীরে বাড়ি কিনে দেবেন মাকে, ছেলে অনুপমের প্রতিশ্রুতি শুনে হাউহাউ করে কাঁদলেন মা দুলারি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সন্তানকে মানুষের মতো মানুষ করার জন‍্য নিজেদের শখ আহ্লাদ বিসর্জন দেয় বাবা মা। সন্তান নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মায়ের জন‍্য কিছু করলে তার থেকে বেশি আনন্দের আর কিছু হয় না। সম্প্রতি এমনি এক কারণে আবেগঘন হয়ে পড়লেন অভিনেতা অনুপম খেরের (Anupam Kher) মা। ছেলের প্রতিশ্রুতি শুনে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি‌।

ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতাদের মধ‍্যে অন‍্যতম অনুপম খের। বহু বছর কাটিয়েছেন তিনি অভিনয় জীবনে। এখন শুধু হিন্দি ছবি নয়, অন‍্যান‍্য ভাষার ছবিতেও কাজ করছেন তিনি। আর সেই কাজের যোগ‍্য সম্মানও পাচ্ছেন অনুপম। দ‍্য কাশ্মীর ফাইলস থেকে কার্তিকেয় ২ তাঁর সব ছবিই ব্লকবাস্টার।


ছেলের সাফল‍্যে গর্বিত মা দুলারিও। সম্প্রতি নিজের মায়ের সাক্ষাৎকার নিতে দেখা গিয়েছিল অনুপমকে। তাঁর শো ‘মঞ্জিলে অউর ভি হ‍্যায়’তে অতিথি হয়ে এসেছিলেন তাঁর মা দুলারি। সেখানেই নিজের মাকে প্রশ্ন করেন অভিনেতা, সিমলাতে কেন একটি বাড়ি কিনে দিতে বলেছেন তিনি? উত্তরে অভিনেতার মা জানান, তাঁর সব বন্ধুবান্ধবরা রয়েছে ওখানে। তাছাড়া তাঁর প্রয়াত স্বামীরও খুব প্রিয় জায়গা ছিল সিমলা।

তবে তিনি এও বলেন, সিমলা যদি কাশ্মীরের একটা অংশ হত তাহলে তিনি ওখানে জায়গা কিনতেন না। তখন অনুপম তাঁকে জানান, কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকে কাশ্মীরে তাঁরও একটা বাড়ি কেনার অধিকার রয়েছে। প্রথমে বিশ্বাসই করতে পারেননি অনুপমের মা। পরে তাঁর ছেলে তাঁকে আশ্বশ্ত করতে রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন তিনি।

বলেন, তাহলে সিমলার বাড়ি বিক্রি করে কাশ্মীরে একটি বাড়ি কিনতে চান। অনুপমের মা এও বলেন, তিতলির বাড়ির সামনে একটি বাড়ি কিনতে চান তিনি। অনুপম মাকে আশ্বস্ত করে জানান, তিনি যথেষ্ট রোজগার করেন। তাই সিমলার বাড়ি বিক্রি না করেই কাশ্মীরে বাড়ি কিনতে পারবেন তাঁরা। এরপরেই আনন্দের কান্নায় ভেঙে পড়ে ছেলেকে জড়িয়ে ধরেন মা দুলারি।

প্রসঙ্গত, বিগত দেড় বছরে বলিউডের অন‍্যতম ব্লকবাস্টার ছবি দ‍্য কাশ্মীর ফাইলসে অভিনয় করেছিলেন অনুপম। পাশাপাশি দক্ষিণী ছবি কার্তিকেয় ২ তেও দেখা গিয়েছে তাঁকে। সেই ছবিও ব্লকবাস্টার হিট হয়েছিল।

সম্পর্কিত খবর

X