বাংলাহান্ট ডেস্ক: মাত্র ৩৪ বছর বয়সে চলে গেলেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। ফের এক নক্ষত্রপতন হল বলিউডে (bollywood)। এমন এক প্রতিভার অবসানে শোকগ্রস্ত গোটা অভিনয় জগৎ। তাঁর মৃত্যুর পর কেটে গিয়েছে একটা গোটা দিন। এখনও অনেকেই বিশ্বাস করে উঠতে পারছেন না সুশান্ত আর নেই। বলিউড তারকারা শোকপ্রকাশ করেছেন তাঁর মৃত্যুতে।
সম্প্রতি অনুপম খের (anupam kher) একটি ভিডিওবার্তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি বলেছেন, “যবে থেকে সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন সেদিন থেকে মিডিয়াতে নানা মানুষ নানা কথা বলে চলেছেন। তিনি আউটসাইডার ছিলেন না ইনসাইডার ছিলেন।
এই অবস্থায় একজন মানুষের মৃত্যুশোকের থেকে বড় হয়ে যায় এইসব জল্পনা। তবে এসব দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু এবার আমি সেই সব নতুন প্রতিভাদের কিছু বলতে চাই যারা ছোট শহর থেকে মুম্বই আসেন নিজের প্রতিভাকে তুলে ধরতে। এসব দেখে আপনাদের বা আপনার বাবা মাদের মনে হতে পারে ভুল জায়গায় এসেছেন। এখানে আউটসাইডার হয়েই থাকতে হবে।”
এরপর নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেতা জানান, তিনি যখন প্রথমবার মুম্বই এসেছিলেন তখন তাঁকেও অবহেলা সহ্য করতে হয়েছিল। কিন্তু আশাভঙ্গ হতে দেওয়া উচিত নয়, ভয় পাওয়া উচিত নয়। তিনি আরও বলেন, বলিউডে বহু ভাল মানুষ আছেন। মুম্বই খুবই দয়ালু শহর। এই শহর লাখ লাখ মানুষের স্বপ্ন পূরনে সহায়তা করেছে। বলিউডের মানুষই একে অপরের হাত ধরে সফলতার শীর্ষে নিয়ে যায়।
https://www.instagram.com/tv/CBgI24mlgRj/?igshid=1wrdij1y5g2m4
এর পরেই আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটি একটি বাংলা রিয়েলিটি শোয়ের পুরনো ভিডিও যেখানে দেখা গিয়েছে প্রয়াত রীতা কয়রালকে নিজের কেরিয়ারের কিছু সত্য তুলে ধরতে। রীতা জানান, প্রখ্যাত জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘বাড়িওয়ালি’তে অনুপম খেরের স্ত্রী কিরন খেরের গলার ডাবিং করেছিলেন তিনি।
কিন্তু রীতাকে বলা হয়েছিল ছবিটি যতক্ষণ না মুক্তি পাচ্ছে ততক্ষণ এই বিষয়ে মুখ না খুলতে। তাই কেউ জানতেও পারেনি তখন। সেই সময় রীতার অভিনীত ‘পারমিতার একদিন’ ছবিটিও জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়। দুটি ছবিতেই একই গলা দেখে পরিচালক গৌতম ঘোষ প্রথম বিষয়টা নিয়ে মুখ খোলেন।
রীতা জানান, বিষয়টা নিয়ে তিনি মুখ খুলতে প্রচুর বিতর্ক হয়েছিল সেই সময়। এমনকি কিরন খেরকেও সেদিন পুরস্কার দেওয়া হয়নি। অভিনেত্রী আরও জানান, এরপর তাঁর কাছে অনুপম খেরের ফোন আসে। তাঁকে বলা হয়, ডাবিংয়ের জন্য তিনি যা পারিশ্রমিক পেয়েছেন তার থেকে আরও বেশি অঙ্কের টাকা রীতাকে দেওয়া হবে যদি তিনি বলেন ডাবিংটা তিনি করেননি। রীতা একথা বলতে অস্বীকার করলে অনুপম তাঁকে হুমকি দেন ইন্ডাস্ট্রিতে তিনি কাজ পাবেন না। এমনটাই অভিযোগ করেন রীতা কয়রাল।
এই পুরনো ভিডিওটি ভাইরাল হতেই নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। দ্বিচারিতার জন্য অনুপম খেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে নেটিজেনরা।
https://www.facebook.com/argha.ghosh.92/videos/3142916799129389