মায়ের থেকে টাকা চুরি করে দিয়েছিলেন অডিশন, আজ কয়েকশো কোটির মালিক অনুপম খের!

বাংলাহান্ট ডেস্ক: গত এক সপ্তাহ ধরে সিনেপাড়ার চর্চায় অন‍্যতম নাম অনুপম খের (Anupam Kher)। ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ ছবিতে তাঁর অনবদ‍্য অভিনয় মুগ্ধ করেছে দর্শক থেকে তারকাদের। অনেকেই দাবি করছেন, বর্ষীয়ান অভিনেতার কেরিয়ারের অন‍্যতম উল্লেখ‍্যযোগ‍্য কাজ এটা।

কম দিন তো হল না তাঁর এই ইন্ডাস্ট্রিতে। শুরু থেকে অনেক পরিশ্রমের পর এই উচ্চতায় পৌঁছেছেন তিনি। ইন্ডাস্ট্রির সবথেকে খ‍্যাতনামা অভিনেতাদের তালিকায় অনুপম খের অন‍্যতম। দীর্ঘ কেরিয়ারে বহু ছবিতে, বহু পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি এবং এখনো করছেন। আজ বাংলাহান্টের প্রতিবেদনে রইল বর্ষীয়ান অভিনেতার সম্পত্তির খতিয়ান।

Anupam Kher House
বলিউডের সবথেকে অভিজ্ঞ অভিনেতাদের মধ‍্যে একজন অনুপম খের। বহু বছর ধরে কাজ করছেন তিনি। ছোট থেকেই অভিনয়ের শখ ছিল তাঁর। এমনকি মায়ের থেকে টাকা চুরি করে অভিনয়ের অডিশনও দিতে গিয়েছিলেন তিনি। বলিউডে তাঁর প্রথম ছবি ‘আগমন’, ১৯৮২ সালে।

তবে ‘সারাংশ’ ছবিটি কাঙ্খিত জনপ্রিয়তা এনে দেয় অনুপমকে। মাত্র ২৮ বছর বয়সী অনুপম এক পুত্রহারা বৃদ্ধের চরিত্রে নিখুঁত অভিনয় করে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। এখনো পর্যন্ত ৫০০ র ও বেশি বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি। বয়সের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নিজের পারিশ্রমিকের পরিমাণও বাড়িয়েছেন। সূত্রের খবর মানলে, মাসে প্রায় ৩ কোটি টাকা উপার্জন করেন অনুপম। এক মাসে তাঁর মোট রোজগার আনুমানিক ৩০ কোটি টাকা।

মূলধারার ছবি থেকে ভিন্ন ধরনের চরিত্র সবেতেই সাবলীল অনুপম। তবে এখন ছবি খুব বেছে বেছে করেন তিনি। অবশ‍্য অভিনয়ের পাশাপাশি পরিচালনা, প্রযোজনা এবং নানান ব‍্যবসার মাধ‍্যমেও ভালোই রোজগার হয় তাঁর।

9118afd5 ed56 44fc bef0 c9c1abc19e1e
জানা যায়, মুম্বইতে দুটি বাংলো রয়েছে অভিনেতার। জুহু ও অন্ধেরির দুটি বাংলোর দামই পাঁচ কোটির উপরে। পাশাপাশি অন‍্যান‍্য রাজ‍্যেও কিছু স্থাবর সম্পত্তি রয়েছে অনুপমের। সিমলা এবং জন্মু ও কাশ্মীরেও তিনি জমি কিনে রেখেছেন বলে খবর সূত্রের।

এ তো গেল বাড়ির কথা। অন‍্যান‍্য বলিউড তারকাদের মতো গাড়ির শখও কিন্তু কম নেই অনুপমের। তাঁর বিলাসবহুল গাড়ির তালিকায় রয়েছে বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ ও স্করপিওর মতো গাড়ি। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, মোট ৪০০ কোটি টাকার সম্পত্তির মালিক অনুপম খের।

Niranjana Nag

সম্পর্কিত খবর