বাংলাহান্ট ডেস্ক: এক সময় ভারতীয় চলচ্চিত্র বলতে বহির্বিশ্বের মানুষ প্রাথমিক ভাবে বুঝত বলিউডকে (Bollywood)। হিন্দি সিনেমা, হিন্দি গান, হিন্দি ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে উন্মাদনা ছিল দেখার মতো। কিন্তু এখন চিত্রটা পালটেছে। পাশ্চাত্যের দেশগুলি দক্ষিণী ছবির ভক্ত হয়ে উঠছে দ্রুত। গত বছর এবং চলতি বছরে মুক্তিপ্রাপ্ত একাধিক দক্ষিণ ভারতীয় ভাষার ছবি ব্লকবাস্টার হিট হওয়া এর জলজ্যান্ত প্রমাণ।
তুলনায় বলিউড যেন ক্রমেই অবনতির পথে যাচ্ছে। শেষ কবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি এই পরিমাণ ক্ষতি দেখেছে তা হয়তো পরিচালক প্রযোজকরাও বলতে পারবেন না। একের পর এক ছবি ফ্লপের খাতায়। সুপারস্টার থেকে শুরু করে তুলনামূলক কম জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সকলেই ব্যর্থ দর্শকদের মন জয়ে।
আমির খান, অক্ষয় কুমার বলিউডের দুই মহারথী রীতিমতো মুখ পুড়িয়ে ফিরেছেন রণক্ষেত্র থেকে। নেটপাড়ায় বয়কটের ডাক দেওয়া হয়েছে তাঁদের ছবিকে। এহেন বক্স অফিসের রুক্ষ প্রান্তরে আশার বৃষ্টি হয়ে এসেছিল দুটি মাত্র ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘ভুলভুলাইয়া ২’। অদ্ভূত ভাবে দুটির কোনোটি নিয়েই বিশেষ আশা ছিল না দর্শকদের। কিন্তু এই দুই ছবিই লক্ষীলাভ করিয়েছে বলিউডকে।
এবার এই কারণ দেখিয়েই কার্তিক আরিয়ান (Kartik Aaryan) এবং নিজেকে ‘সুপারস্টার’ বলে দাবি করলেন অনুপম খের (Anupam Kher)। এক ফ্রেমে ধরা দিয়েছেন ভুল ভুলাইয়া ২ এবং দ্য কাশ্মীর ফাইলসের দুই অভিনেতা। হাসিমুখে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছেন দুই প্রজন্মের দুই অভিনেতা।
https://www.instagram.com/p/ChW5IP6M20u/?igshid=YmMyMTA2M2Y=
একটি বড়সড় বার্তা দিয়েছেন অনুপম। লিখেছেন, ‘সুপারস্টার: যেহেতু একজন অভিনেতাকে (যতই ভাল হোক না কেন) সুপারস্টার বলার মানদণ্ড হল তার ছবি কত টাকার ব্যবসা করছে, আপনাদের সঙ্গে দুই সুপারস্টারের ছবি শেয়ার করছি। অন্তত এই বছরটা আমার জন্য! আমার ছবি কাশ্মীর ফাইলস সারা বিশ্বে ৩৫০ কোটির ব্যবসা করেছে আর কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া তুলেছে ২৫০ কোটির কাছাকাছি।’
তিনি আরো লিখেছেন, ‘সময় বদলানোর সঙ্গে সঙ্গে দর্শকদের পছন্দ আর সিস্টেমও বদলাচ্ছে। কে ভেবেছিল এমনো একটা দিন আসবে যখন আমার কাশ্মীর ফাইলসের মতো একটা ছবি ৩৫০ কোটি টাকার ব্যবসা করবে! এটা খুব ভাল পরিমাণ! আমি এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছি, আশা করি আপনারাও। কার্তিকের সঙ্গে দেখা হয়ে ভাল লাগল। অনেকদিন থাকবে ও এখানে। অভিনেতা এবং সুপারস্টার দুই হয়ে। আমি তো প্রায় গত ৪০ বছর ধরে দৌড়াচ্ছি। আরো দৌড়ানো বাকি আর কার্তিকের মতো তরুণদের সঙ্গে প্রতিযোগিতাও করতে হবে। জয় হো!’