গীতার শ্লোক পাঠ করছেন লতা মঙ্গেশকর, প্রধানমন্ত্রীকে দেওয়া শেষ বার্তা শোনালেন অনুপম খের

বাংলাহান্ট ডেস্ক: দুদিন হয়ে গেল সুরলোকে যাত্রা করেছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (lata mangeshkar)। সরস্বতী পুজোর পরদিনই বিদায় নিয়েছেন জীবন্ত সরস্বতী। তাঁর দেহাবসানে যেন মাতৃহারা ভারতীয় সাংষ্কৃতিক জগৎ। রবিবারই মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত‍্য সম্পন্ন হয়েছে কিংবদন্তি গায়িকার। এবার তাঁর কণ্ঠে শেষ অডিও বার্তা শেয়ার করলেন অভিনেতা অনুপম খের (anupam kher)।

লতা মঙ্গেলকরের সুরেলা কণ্ঠ ছিল গোটা বিশ্বের কাছে এক বিস্ময়। মনে করা হয়, স্বয়ং মা সরস্বতী বাস করতেন লতা জির কণ্ঠে। সে সুরেলা গলায় গান যে একবার শুনেছে সে সারা জীবনেও ভুলতে পারবে না। লতা মঙ্গেশকরের কণ্ঠ থেমেছে ঠিকই, কিন্তু তাঁর গাওয়া লক্ষাধিক গান অবিনশ্বর হয়ে থেকে যাবে।

   

921930 latamangeshkar buildingsealed
প্রায় এক মাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীণ গায়িকা। গত ৮ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে ব্রিচ ক‍্যান্ডি হাসপাতালে ভর্তি হন তিনি। তার কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক বার্তা পাঠিয়েছিলেন লতা মঙ্গেশকর। নিজ কণ্ঠে শ্রীমদ্ভগবতগীতার শ্লোক পাঠ করে শুনিয়েছিলেন গায়িকা।

ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ বার্তা পাঠান লতা মঙ্গেশকর। সেখানে শোনা যাচ্ছে, ‘৭৫ বছর ধরে বিভিন্ন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা ভারতকে অনেক উঁচু স্থানে পৌঁছেছেন। আর আজ আমরা খুব খুশি। শ্রদ্ধেয় নরেন্দ্র ভাই, আমাদের সরকার, আমাদের জনগণকে আমার শত শত প্রণাম।’

এরপর গীতা থেকে শ্রীকৃষ্ণের একটি শ্লোক পাঠ করে শুনিয়েছেন গায়িকা লতা মঙ্গেশকর। অনুপম খের দাবি করেছেন, এটিই কিংবদন্তি গায়িকার শেষ অডিও বার্তা। তিনি লিখেছেন, ‘ভগবতগীতার শ্লোক পাঠ করে লতা জির শেষ বার্তা। ২২/১২/২০২১ দুপুরে স্বাধীনতার অমৃত মহোৎসব কমিটির দ্বিতীয় বৈঠকে যখন লতা জির বলার সময় এল, তখন একজন অনুরাগী হিসাবে আমি ওঁর বার্তা রেকর্ড করে নিই। শুনুন, কী বলেছিলেন বিশ্বের মহান গায়িকা!’

গত ৮ জানুয়ারি করোনা উপসর্গ নিয়ে ব্রিচ ক‍্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। কিন্তু সেখান থেকে আর ফেরা হল না তাঁর। রবিবার সকালে প্রয়াত হন লতা মঙ্গেশকর। করোনা কাটিয়ে উঠলেও তার পরবর্তী জটিলতার জেরে একাধিক অঙ্গ প্রত‍্যঙ্গ বিকল হয়ে মৃত‍্যু হয় গায়িকার।

রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক‍্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। লতা মঙ্গেশকরের বোন উষা মঙ্গেশকর তাঁর মৃত‍্যুর খবর জানান সংবাদ মাধ‍্যমকে। রবিবারই বিকেলে শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়  শেষকৃত‍্য সম্পন্ন হয় তাঁর। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বলিউডের নামীদামী ব‍্যক্তিত্বরা, প্রথম সারির তারকারা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর