গলায় কাঁটার মতো আটকাচ্ছে কাশ্মীর ফাইলসের সত্যিটা! নিন্দুকদের পালটা কটাক্ষের বাণ অনুপমের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) বিতর্কে নয়া মোড়। ছবির বিষয়বস্তু নিয়ে ইজরায়েলি পরিচালকের বিষ্ফোরক মন্তব্যের পর তাঁকে কড়া জবাব দেন প্রবীণ অভিনেতা অনুপম খের (Anupam Kher)। কটাক্ষ, পালটা কটাক্ষের পর শেষমেষ ইজরায়েলের কাউন্সেল জেনারেল সর্বসমক্ষে ক্ষমা প্রার্থনা করলেন সরকারের তরফে।

সম্প্রতি ৫৩ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার শেষ দিনে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছিলেন জুরি প্রধান ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিড। মঞ্চে দাঁড়িয়ে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটির তীব্র নিন্দা করেন তিনি। পালটা জবাব দিতে ছাড়েননি অনুপমও।


এবার ইজরায়েলের কাউন্সেল জেনারেলকে সঙ্গে নিয়ে একটি ভিডিও বার্তা দিলেন তিনি। তাঁর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন অনুপম। কাউন্সেল জেনারেল বলেন, তিনি দ্য কাশ্মীর ফাইলস ছবিটি দেখেছেন। তাঁর কথায়, ‘সকালে উঠেই আমার প্রথম কাজ ছিল বন্ধু অনুপমকে একটা ফোন করা আর গতকাল রাতে যেসব বোকা বোকা কথাগুলো বলা হয়েছে তার জন্য ইজরায়েলের সরকারের তরফে ক্ষমা প্রার্থনা করা।’

সঙ্গে তিনি এও বলেন, পরিচালক যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত মতামত। ইজরায়েলের সরকারের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভিডিওটি শেয়ার করে অনুপম কাউন্সেল জেনারেলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আমাদের বন্ধুত্বের বাঁধন অনেক দৃঢ় যা কারোর অশ্লীল মন্তব্যে প্রভাবিত হবে না।’

 

এর আগেও তীব্র ক্ষোভ উগরে দিয়ে অনুপম কটাক্ষ করেছিলেন, কাশ্মীর ফাইলসের সত্যিটা কিছু মানুষের গলায় কাঁটার মতো আটকে রয়েছে। না গিলতে পারছে না ওগড়াতে পারছে। তারা মরিয়া হয়ে চেষ্টা করছে ছবির সত্যিটা মিথ্যে বলে প্রমাণ করতে। কিন্তু এটা আর শুধু ছবি নেই, একটা বিদ্রোহে পরিণত হয়েছে।


প্রসঙ্গত, গোয়ায় ফিল্ম ফেস্টিভ‍্যালের শেষ দিন জুরি প্রধান ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিড সর্বসমক্ষে সমালোচনা করেন বিবেক পরিচালিত ছবির। তিনি বলেন, ‘১৫ তম ছবি, দ‍্য কাশ্মীর ফাইলস দেখে আমরা সকলেই বিরক্ত এবং বিস্মিত। আমাদের মনে হয়েছে এটা একটা প্রোপাগান্ডা, অশ্লীল ছবি, যা এমন একটি সম্মানজনক ফিল্ম ফেস্টিভ‍্যালের শৈল্পিক প্রতিযোগিতার অংশগ্রহণের জন‍্য উপযোগী নয়।’ পালটা এদিন পরিচালক বিবেক অগ্নিহোত্রী চ্যালেঞ্জ ছোঁড়েন, কেউ যদি ছবির কোনো ঘটনা সম্পূর্ণ সত্যি নয় বলে প্রমাণ করতে পারেন তবে তিনি পরিচালনা ছেড়ে দেবেন।

X