হ্যান্ডসেক না করে করুন নমস্কার, তাহলে এড়ানো যাবে কোরোনা ভাইরাস:অনুপম খের

বলিউড অভিনেতা অনুপম খের যে  সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় রয়েছেন, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে অনুপম খের এখন করোনা ভাইরাস নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। অনুপম খেরের এই ভিডিওটি নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। আসলে সম্প্রতি অনুপম খের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে অনুপম খের  করোনাকে এড়ানোর জন্য বলতে দেখা যাচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এতো শেয়ার হয়েছে। আর এর পাশাপাশি সবাই  ভারতীয় সংস্কৃতিরও প্রশংসা করছেন। অনুপম খেরকে ভিডিওতে বলতে দেখা গেছে যে হাত মিলানোর পরিবর্তে, ভারতীয় ঐতিহ্য অনুসরণ করে নমস্তে করাই ভাল এটি করলে ভাইরাস ছড়িয়ে যাওয়ার ঝুঁকি হ্রাস পাবে।

অনুপম খের তার ভিডিও সহ টুইট করেছেন, লিখেছেন, ‘অনেক লোক আমাকে বলে আসছে যে সংক্রমণ এড়াতে আমি হাত ধুয়ে রাখছি। আমি এটি করি তবে আমার মতে, এখন আমাদের প্রাচীন ভারতীয় ঐতিহ্য অনুসরণকারী লোকদের শুভেচ্ছা জানানো উচিত। এইভাবে আপনি সংক্রমণ এড়াতে পারবেন। এর আগে  বিতর্কিত বিষয়ের ওপর নিজের মতামত জাহির করতে পিছপা হননি অনুপম খের।1800x1200 coronavirus 1 2এই নিয়ে বহু সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু সেসবকে থোড়াই কেয়ার করেন তিনি। গোটা দেশ যখন নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে উত্তাল তখন স্রোতের সম্পূর্ণ বিপরীতে গিয়ে কেন্দ্রীয় সরকারের সপক্ষে কথা বলেছেন অনুপম। সমর্থন করেছেন কেন্দ্রের সিদ্ধান্তকে। ফের একবার CAAর সমর্থনেই মুখ খুলতে দেখা গেল তাঁকে।CAAর বিরোধিতা করছেন তাদের কটাক্ষ করেছেন তিনি।

ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায়, “মাঝে মাঝে কিছু মানুষকে এটা বোঝানো খুব জরুরি যে তারা যা বুঝছেন বা বোঝার ভান করছেন বা অন্যদের বোঝানোর চেষ্টা করছেন পুরোটাই ভুল। ৭২ বছর লেগে গেল তাদের ট্রাফিক আইন বুঝতে। বারবার বলা হয় উন্মুক্ত জায়গায় শৌচের কাজ করবেন না। এর জন্য বিজ্ঞাপনও করতে হচ্ছে। ৩ বছর ধরেও GST  বুঝে উঠতে পারল না। অথচ CAA দুদিনের মধ্যেই বুঝে গেল। NRC  আসার আগেই তা বুঝে গেল।

সম্পর্কিত খবর