রাজনীতি একটা ব‍্যবসা, আদর্শ নিয়ে বাবুল সুপ্রিয়কে বিদ্রূপ অনুপম-পরমব্রতর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রাজনীতির খেলায় কখন কে কোন দলে কেউ নিশ্চিত করে বলতে পারে না। রাজনীতি ছাড়ার কথা বলেও পরদিন অন‍্য দলে গিয়ে নাম লেখাতে পারেন নেতামন্ত্রীরা। ঠিক যেমনটা করেছেন বাবুল সুপ্রিয় (babul supriyo)। দীর্ঘ সাত বছর বিজেপিতে থেকে রাতারাতি দল বদল করে চলে এসেছেন তৃণমূলে। এ নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি বাবুলকে। এমনকি নাম না করে কটাক্ষ করেছেন অনুপম রায় (anupam roy) ও পরমব্রত চট্টোপাধ‍্যায়ও (parambrata chatterjee)।

গত শনিবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। তারপর থেকেই রাজনৈতিক নেতাদের কটাক্ষ এবং আমজনতার ট্রোলের শিকার হয়ে চলেছেন প্রাক্তন মন্ত্রী। নেটমাধ‍্যম ভরে গিয়েছে হাজারো মিম, ট্রোলে। বাবুল সুপ্রিয়কে খোঁচা দিয়েছেন অনুপম পরমব্রতও।


এমনিতে কোনো রাজনৈতিক দলে নেই দুই তারকা। তবে নিজস্ব মতাদর্শ রয়েছে তাঁদের। দেশ ও দশের খবরও রাখেন তাঁরা। সমকালীন রাজনৈতিক ইস‍্যু নিয়ে ঘুরিয়ে মন্তব‍্য করতেও দেখা যায় পরমব্রতকে। এবারে তিনি টুইটে লিখলেন, ‘আমাদের দেশে রাজনৈতিক ব‍্যবসাটা যেভাবে হয় তাতে হতাশা ও ঘৃণা আসাটা স্বাভাবিক।’

ঠিক তার আগেই টুইট করেছেন অনুপম। তিনি লিখেছেন, ‘একটা সময় মনে হতো আদর্শ থাকলে তবেই রাজনীতি। এখন বহুদিন হল মনে হয়, সামান‍্য আদর্শ থাকলেও আর যাই হোক, রাজনীতি নয়।’ দুজনেই কেউই টুইটে কোনো নাম উল্লেখ করেননি। কিন্তু কটাক্ষের তীরটা যে কার উদ্দেশে ছোঁড়া তা আর বুঝতে বাকি নেই কারোর।

শনিবার তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ‍্যান্ডেল থেকে বাবুলের পার্টিতে যোগদানের ছবি প্রকাশ করা হয়। তাঁর গলায় উত্তরীয় পরিয়ে দিতে দেখা যায় অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। ছবিগুলি শেয়ার করে বাবুলকে তৃণমূলের অভ‍্যন্তরে সাদরে স্বাগত জানানো হয়।

পরদিন সাংবাদিক বৈঠক করে বাবুল সুপ্রিয় বলেন, ট্রোল নিয়ে তিনি ভাবিত নন। দলবদলের কারণ নিয়ে তিনি জানান, রাজনৈতিক সন্ন‍্যাস নেওয়ার চিন্তাটা ভুল ছিল। রিজার্ভ বেঞ্চে বসতে চান না তিনি। প্রথম একাদশেই থাকতে চান। তৃণমূল বড় সুযোগ দিয়েছে। এভাবেই তিনি বুঝিয়ে দেন মন্ত্রীত্ব যেতেই ফুলবদল করেছেন প্রাক্তন মন্ত্রী।

সম্পর্কিত খবর

X