টলিউডেও আমিরের ছাপ! বন্ধু হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘোষনা করলেন অনুপম রায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের বিবাহ বিচ্ছেদের ছাপ পড়ল টলিউডেও। দীর্ঘ ছয় বছরের দাম্পত‍্য জীবন এট লহমায় ভেঙে আলাদা হয়ে গেলেন অনুপম রায় (anupam roy) ও পিয়া রায় (piya roy)। টুইটারে যৌথ বিবৃতি দিয়ে বিবাহ বিচ্ছেদের ঘোষনা করলেন সঙ্গীত শিল্পী ও তাঁর স্ত্রী।

বিবৃতিতে লেখা, ‘আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি বিয়ের সম্পর্কটা শেষ করার এব‌ং নিজেদের পথে বন্ধু হিসেবে চলার। একসঙ্গে আমাদের সফরটা খুব সুন্দর ছিল, সুন্দর অভিজ্ঞতা এবং সুখী স্মৃতিতে ভরা। কিন্তু ব‍্যক্তিগত অমিলের জন‍্য আমরা মনে করি স্বামী স্ত্রী হিসেবে আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভাল। আমরা আগে যেমন ঘনিষ্ঠ বন্ধু ছিলাম তেমনি থাকব এবং একে অপরের ভাল থাকার ভাল থাকার দায়িত্ব নেব।’


আরো লেখা হয়েছে, ‘এতদিন পর্যন্ত প্রতি পদক্ষেপে যারাই আমাদের পাশে ছিলেন, সমস্ত বন্ধু, পরিবার এবং শুভাকাঙ্খীদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আবেদন করব এভাবেই সহানুভূতি এবং বোঝাপড়াটা বজায় রাখুন যাতে জীবনের এই বদলটা আত্মমর্যাদা এবং গোপনীয়তার সঙ্গে আমরা গ্রহণ করতে পারি।’

২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনুপম ও পিয়া‌। সঙ্গীতের প্রতি ভালবাসাই তাঁদের পরিচয় এবং পরবর্তীকালে প্রেমের অনুঘটক হিসেবে কাজ করেছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের সময়েও একত্রে সাহায‍্যের হাত বাড়িয়েছিলেন অনুপম ও পিয়া। পরমব্রত, ঋদ্ধি, সুরঙ্গনাদের সঙ্গে সেফ হোম খোলার বন্দোবস্ত করেছিলেন তাঁরা। হঠাৎ করেই এই বিচ্ছেদের ঘোষনায় হতচকিত অনুপম ভক্তরা।

অনেকটা আমির খানের ঢঙেই বিবাহ বিচ্ছেদের ঘোষনা সারেন অনুপম পিয়া। মাস কয়েক আগেই দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘোষনা করেন আমির। যৌথ বিবৃতি দিয়ে তাঁরা জানিয়েছিলেন, বিচ্ছেদ হলেও একে অপরের বন্ধু হয়ে থাকবেন তাঁরা। সে প্রতিশ্রুতি অবশ‍্য রেখেছেন আমির কিরণ। এবার অনুপম পিয়া কী করেন সেটাই দেখার।

সম্পর্কিত খবর

X