সাহায‍্যের আশ্বাস দিয়েও মুখ ফিরিয়ে নিয়েছিলেন আমির, অভিযোগ প্রয়াত অভিনেতা অনুপম শ‍্যামের ভাইয়ের

বাংলাহান্ট ডেস্ক: আবারো বিতর্কে অভিনেতা আমির খান (aamir khan)। সদ‍্য প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অনুপম শ‍্যামের (anupam shyam) ভাই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছেন আমিরের বিরুদ্ধে। কথা দিয়েও সাহায‍্য করেননি আমির, এমনি বিষ্ফোরক অভিযোগ করেছেন অনুপমের ভাই অনুরাগ।

সোমবার সকালে মাল্টি অরগ‍্যান ফেলিওর হয়ে মৃত‍্যু হয় অনুপম শ‍্যামের। প্রতিভাবান অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। এর মাঝেই আমিরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন অভিনেতার ভাই অনুরাগ। তিনি দাবি করেন, আমির তাঁদের সাহায‍্যের প্রতিশ্রুতি দিয়েও শেষ মুহূর্তে মুখ ফিরিয়ে নিয়েছিলেন।

1422769 aamir 1496120439 493 640x480 1
সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে অনুরাগ বলেন, গত মাসেই তাঁদের মা মারা গিয়েছেন। দাদা অনুপম খুবই ভেঙে পড়েছিলেন মায়ের মৃত‍্যুতে। শেষ বারের জন‍্য মাকে দেখতেও যেতে পারেননি তিনি। অনুরাগ জানান, উত্তর প্রদেশের প্রতাপগড়ে থাকতেন তাঁদের মা। কিন্তু সেখানে কোনো ডায়ালিসিস সেন্টার ছিল না।

অথচ সেই সময় নিয়মিত ডায়ালিসিস চলছিল অনুপমের। এমন অবস্থায় প্রতাপগড়ে ডায়ালিসিস সেন্টার না থাকায় অসুস্থ মাকে দেখতে যেতে পারছিলেন না অনুপম। তাই তিনি ‘লগান’ ছবির সহ অভিনেতা আমিরের কাছে সাহায‍্যের আবেদন জানান। অনুরাগ বলেন, প্রথমে আমির সাহায‍্যের আশ্বাস দিলেও কয়েক মাস পর ফোন ধরা বন্ধ করে দেন।

IMG 20210809 133629
অনুরাগ আরো বলেন, অনুপম সুস্থতার দিকেই যাচ্ছিলেন। ভেন্টিলেটরও খুলে দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু এরপরেই অনুপমের অবস্থার হঠাৎ করেই অবনতি হয়। রক্তচাপ কমে যায়, একাধিক অঙ্গ প্রত‍্যঙ্গ বিকল হয়ে মৃত‍্যু হয় অভিনেতার।

বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন অনুপম শ‍্যাম। কিডনির সমস‍্যা ছিল তাঁর। চলছিল ডায়ালিসিস। অসুস্থতা নিয়েও টানা কাজ করে গিয়েছেন অভিনেতা। তবে ডায়ালিসিসের খরচ সামলাতে গিয়ে বেশ কষ্ট হচ্ছিল তাঁর পরিবারের। ইন্ডাস্ট্রির পরিচিতদের থেকে সাহায‍্য চেয়েছিল তাঁর পরিবার। এরপর যদিও সোনু সূদ পুরো বিষয়টা জানতে পেরে সাহায‍্যের হাত বাড়িয়ে দেন। মাত্র চার দিন আগে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুপম শ‍্যাম। কিন্তু তাঁর আর সুস্থ হয়ে ফেরা হল না।

Niranjana Nag

সম্পর্কিত খবর