এক ছাতার তলায় অনুপম-সোনু! আসছে নয়া ম্যাজিক

বাংলাহান্ট ডেস্ক : মিলেমিশে একাকার টলিউড (Tollywood)  আর বলিউড (Bollywood)। এক ছাতার তলায় চলে এলেন দুই ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী। কথা হচ্ছে, অনুপম রায় (Anupam Roy) এবং সোনু নিগমকে (Sonu Nigam) নিয়ে। একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছেন তারা। আর এতেই নানান প্রশ্ন জেগেছে ভক্তদের মনে। যদিও কোন কিছু খোলসা করতে নারাজ অনুপম।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী তথা সঙ্গীত পরিচালক অনুপম রায়। তাঁর পাশেই দেখা গেছে বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগমকে। ব্যাকগ্রাউন্ডে রেকর্ডিং স্টুডিও। নতুন কিছু সৃষ্টি হচ্ছে! এ কথা বুঝতে খুব একটা বেশি সময় লাগলো না ভক্তদের।

Sonu Nigam-Anupam Roy

ছবির ক্যাপশনে অনুপম রায় লিখলেন, ‘সারপ্রাইজ’। আর এতেই চমকে উঠেছেন ভক্তরা। অনেকেরই প্রশ্ন, এবার কি তবে একসঙ্গে কাজ করতে চলেছেন অনুপম-সোনু? যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সংগীত পরিচালক। তবে জল্পনা কিছুটা উস্কে দিয়েছেন মিউজিসিয়ান সঞ্জয় দাস। তিনি লেখেন, ‘এই পোস্ট দেখে ভীষণ খুশি হলাম’।

Sonu Nigam-Anupam Roy

কমেন্ট বক্সে নানান রকম মন্তব্য জানিয়েছেন দুই সঙ্গীতশিল্পীর ভক্তরা। পাঠানের ডায়লগ ধার করে একজন লিখলেন, ‘ হয়তো দারুন খবর আসতে চলেছে। সিটবেল্ট টাইট করে বেঁধে বসলাম’। অন্য আর একজন লিখলেন, ‘মিলেমিশে একাকার সোনু আর অনু’। উল্লেখ্য, সঙ্গীত জগতে বেশ জনপ্রিয় দুজনেই। কেবলমাত্র ভারতে নয়, বাংলাদেশেও রয়েছে তাঁদের প্রচুর ভক্ত।

মাত্র কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন রুপম ইসলাম। যানিয়ে দিয়েছিলেন এবার অরিজিৎ সিং এর সঙ্গে জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তিনি। আর তারই মাঝে চলে এল অনুপম সোনু জুটির ছবি। আপাতত সময়ের অপেক্ষা। নতুন চমক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তমহল।

additiya

সম্পর্কিত খবর