নকল ‘শ্রীময়ী’তে অভিনয় করেই লাখপতি! টিআরপি বাড়তেই দর ও চড়ালেন ‘অনুপমা’ রূপালী

বাংলাহান্ট ডেস্ক: বাংলায় ‘শ্রীময়ী’ (sreemoyee) শেষ হয়ে গেলেও হিন্দিতে এখনো রমরমিয়ে চলছে ‘অনুপমা’ (anupama)। আর শুধু চলছেই না, প্রত‍্যেক সপ্তাহে সর্বোচ্চ টিআরপি পেয়ে এটাই এখন হিন্দি টেলিভিশন দুনিয়ার সেরা সিরিয়াল হয়ে উঠেছে। বাংলার এক সময়কার জনপ্রিয় সিরিয়াল শ্রীময়ীর অনুকরণেই তৈরি হয়েছিল অনুপমা। বাংলারটা শেষ হয়ে গিয়েছে ঠিকই। কিন্তু অনুপমাকে দেখে মনে হচ্ছে সে এখনো লম্বা রেসের ঘোড়া।

অনুপমা সিরিয়ালে নাম চরিত্রে অভিনয় করছেন রূপালী গাঙ্গুলী (rupali ganguly)। জানা যাচ্ছে, সিরিয়াল জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে নাকি পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন তিনি। এই মুহূর্তে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের মধ‍্যে সবথেকে বেশি পারিশ্রমিক পান তিনিই।

anupamaa spoiler anujs decision
সূত্রের খবর, কয়েক মাস আগেই পারিশ্রমিক দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন রূপালী। আগে নাকি প্রতি পর্বের জন‍্য দেড় লক্ষ টাকা করে পারিশ্রমিক নিতেন তিনি। সিরিয়ালের জনপ্রিয়তা বাড়তেই হাত লম্বা হয়েছে রূপালীরও। পারিশ্রমিক দ্বিগুণ বাড়িয়ে সোজা ৩ লক্ষ টাকা করে দিয়েছেন  অভিনেত্রী।

তাঁর জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে হিন্দি ছোটপর্দার প্রথম সারির অভিনেতাদের থেকেও তাঁর পারিশ্রমিক বেশি। এমনকি রাম কাপুর, রণিত রায়ের মতো অভিনেতাদের থেকেই বেশি টাকা নিচ্ছেন রূপালী। সিরিয়ালের অন‍্য দুই অভিনেতা অভিনেত্রী সুধাংশু খান্না ও গৌরব খান্নাও দেড় লক্ষ করে পারিশ্রমিক পান এক একটি পর্বের জন‍্য।

বাংলায় শ্রীময়ীর একেবারে কার্বন কপি হল হিন্দির অনুপমা। শ্রীময়ীর চরিত্রটি শুরুর দিকে ছিল এক সাধারণ গৃহবধূর, যে কিনা নিজের স্বামী সন্তানের যত্ন, ভালবাসা থেকেও বঞ্চিত। যতই সকলের মন যুগিয়ে চলার চেষ্টা করুক না কেন সে সকলেই দূরে সরে যেত তার থেকে। একসময় শ্রীময়ীর স্বামী অনিন্দ‍্যর জীবনে আসে জুন আন্টি। তার জন‍্য শেষমেষ অনিন্দ‍্যকে ডিভোর্স দিতেও বাধ‍্য হয় শ্রীময়ী।

তারপর রোহিত সেনের সঙ্গে শ্রীময়ীর বিয়ে, শেষে রোহিতের মৃত‍্যু দেখানো হয়েছে বাংলা সিরিয়ালে। অনুপমা সিরিয়ালও একই ধারায় এগোচ্ছে। সেখানেও মূল চরিত্র অনুপমা এমনি একজন গৃহবধূ। জুন আন্টির মতোই তার স্বামী বনরাজের জীবনে আপে লাস‍্যময়ী  কাব‍্যা। অনুপমার থেকে দূরে সরে যেতে থাকেন বনরাজ। আপাতত অনুপমার জীবনে এনট্রি নিয়েছেন ‘রোহিত সেন’ থুড়ি অনুজ কাপাডিয়া।


Niranjana Nag

সম্পর্কিত খবর