করোনার কামড়, ৫৮ বছর বয়সে প্রয়াত পর্দার ‘অনুপমা’র মা অভিনেত্রী মাধবী গোগাটে

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের মরশুমের মধ‍্যেই আরো এক দুঃসংবাদ বলিউডে। প্রয়াত হলেন বর্ষীয়ান মরাঠি অভিনেত্রী মাধবী গোগাটে (madhavi gogate)। ২১ নভেম্বর মুম্বইতে প্রয়াত হন তিনি। শোনা গিয়েছে, করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। রবিবার হঠাৎ করেই অবস্থার অবনতি হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

‘শ্রীময়ী’র হিন্দি সংষ্করণ ‘অনুপমা’ সিরিয়ালে অনুপমার মায়ের চরিত্রে অভিনয় করছিলেন মাধবী। তাঁর আকস্মিক মৃত‍্যুতে শোকের পরিবেশ শুটিং সেটে। অনুপমা চরিত্রাভিনেত্রী রূপালী গাঙ্গুলী শোক জ্ঞাপন করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। প্রয়াত অভিনেত্রীর একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘কত কথা না বলা থেকে গেল। সদগতি মাধবী জি’।

87835260
সিরিয়ালের আরেক সহ অভিনেত্রী আলপনা দুঃসংবাদটা প্রথম জানান। মাধবীর ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘মাধবীজি এটা ঠিক হল না। দৃশ‍্য শেষ হওয়ার আগে অভিনেতা চলে যেতে যেতে পারে না। অনুপমার সেটে আপনাকে মিস করব। আপনার মিষ্টি হাসি, সুন্দর কণ্ঠস্বর আর রসিকতা, আমরা সবাই আপনাকে মিস করব।’

অনুপমার মায়ের চরিত্রে অভিনয় শুরু করলেও সম্প্রতি তাঁকে বদলে অপর একজন অভিনেত্রীকে আনা হয়েছিল সিরিয়ালে। ছোটপর্দা ও বড়পর্দা মিলিয়ে বহু সিরিয়াল এবং ছবিতে অভিনয় করেছেন মাধবী। মরাঠি ছবি ‘ঘনচক্কর’ তাঁকে খ‍্যাতি এনে দিয়েছিল। অ্যায়সা কভি সোচা না থা, কোই আপনা সা, কাল ভৈরব রহস‍্যর মতো সিরিয়ালে অভিনয় করেছেন মাধবী।

https://www.instagram.com/p/CWi9TbgqvKj/?utm_medium=copy_link

বাংলায় শ্রীময়ীর একেবারে কার্বন কপি হল হিন্দির অনুপমা। বাংলার মতো অনুপমা সিরিয়ালও একই ধারায় এগোচ্ছে। সেখানেও মূল চরিত্র অনুপমা একজন গৃহবধূ। জুন আন্টির মতোই তার স্বামী বনরাজের জীবনে আপে লাস‍্যময়ী  কাব‍্যা। অনুপমার থেকে দূরে সরে যেতে থাকেন বনরাজ। রোহিত সেন রূপে হিন্দি সিরিয়ালে অনুজ কাপাডিয়ার অবতারণা হয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর