তাপসীর থেকে আমার স্তন বড়! মেয়ের বয়সী অভিনেত্রীকে নিয়ে কুৎসিত ইঙ্গিত অনুরাগের

বাংলাহান্ট ডেস্ক: ‘বিউটি উইথ ব্রেন’, অভিনেত্রী তাপসী পন্নু (Taapsee Pannu) সম্পর্কে এমন কথাই বলেন তাঁর অনুরাগীরা। দক্ষিণী ছবির হাত ধরে অভিনয়ে আসলেও এখন বলিউডেই পাকাপাকি ভাবে ঘাঁটি বানিয়ে ফেলেছেন তিনি। হিট ফ্লপ মিশিয়ে ফিল্মি কেরিয়ারের গ্রাফ নেহাত মন্দ নয় তাপসীর। যদিও গত এক বছর ধরে ফ্লপ ছবিই উপহার দিচ্ছেন তিনি।

গত বছর অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) পরিচালনায় ‘দোবারা’ ছবিতে অভিনয় করেছিলেন তাপসী। কিন্তু বক্স অফিসে ‘ডিজাস্টার’ তকমা পেয়েছিল ছবিটি। যদিও প্রচারে কোনো কমতি রাখেননি পরিচালক অনুরাগ এবং তাপসী। সেই ছবিরই প্রচারে গিয়ে এক বিষ্ফোরক মন্তব‍্য করেছিলেন অনুরাগ, যা নিয়ে তুমুল হাসি মশকরা হয়েছিল নেটপাড়ায়।

Anurag

সে সময়ে রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট ছিল টক অফ দ্য টাউন। এক সাক্ষাৎকারে রণবীরের নগ্ন ফটোশুট নিয়েই আলোচনা করছিলেন অনুরাগ ও তাপসী। তখনি মজা করে প্রশ্নকর্তা অনুরাগকে বলেন, তিনিও নগ্ন ফটোশুট করতে পারেন। পাশ থেকে তাপসী খোঁচা মারেন, সেটা হলে মোটেই সুন্দর দেখাবে না। বরং খুবই বীভৎস ব‍্যাপার হবে।

কিন্তু প্রশ্নকর্তা মজা করা থামাননি। তিনি দাবি করেন, তাপসীর আসলে হিংসা হচ্ছে অনুরাগের উপরে‌। তাঁর কথার সূত্র ধরেই বোমা ফাটান পরিচালক। বলে ওঠেন, “ও হিংসে করে কারণ ওর থেকে আমার স্তনযুগল বড়!” অনুরাগের কথা শুনে হাসি চাপতে পারেননি কেউই।

তবে তাপসী এবং অনুরাগ যে খুব ভাল বন্ধু তা অনেকেই জানেন। আগেও একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। দুজনের মধ‍্যে প্রায়ই এমন মজার খুনসুটি চলতেই থাকে। উল্লেখ্য, দোবারা ছবিটি মুক্তির আগেও বিতর্ক হয়েছিল। ছবির প্রচারের সময়েই বলিউডের বয়কট ট্রেন্ড নিয়ে মুখ খুলেছিলেন তাপসী এবং পরিচালক অনুরাগ।

১৮০ ডিগ্রি ঘুরে দর্শকদের কাছে আর্জি জানিয়েছিলেন, তাঁদের ছবি বয়কট করতে যাতে আমির অক্ষয়ের দলে তাঁরাও নাম লেখাতে পারেন। মজা করে কথাটা বললেও পরে ছবির অবস্থা দেখে মাথায় হাত পড়েছিল তাপসী অনুরাগের।

Niranjana Nag

সম্পর্কিত খবর