খুব ‘ঝামেলা’ করতেন সুশান্ত! এতদিন পর মুখ খুলেই বিষ্ফোরন অনুরাগ কাশ‍্যপের

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে মুখ খুললেন পরিচালক অনুরাগ কাশ‍্যপ (anurag kashyap)। সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর এতদিন চুপ করেই থেকেছেন তিনি। গত তিন মাস ধরে বারে বারে বদলেছে তদন্তের অভিমুখ। সুশান্ত মামলায় ঢুকেছে রাজনৈতিক ও মাদক যোগ। এরই মাঝে অব‍্যাহত রয়েছে নেটদুনিয়ার জল্পনা কল্পনা।

তাই এবার ‘বাধ‍্য’ হয়েই মৌনব্রত ভেঙেছেন অনুরাগ। সুশান্তের মৃত‍্যুর মাত্র তিন সপ্তাহ আগে অভিনেতার ম‍্যানেজারের সঙ্গে হওয়া হোয়াটসঅ্যাপ চ‍্যাটের স্ক্রিনশট ফাঁস করলেন তিনি। সুশান্ত নাকি খুব ‘ঝামেলা’ করতেন। তাই তাঁকে নিজের ছবিতে নেননি বলে জানিয়ে দেন পরিচালক‌।


সুশান্তের মৃত‍্যুর তিন সপ্তাহ আগেই তাঁর ম‍্যানেজারের সঙ্গে কথা হয় অনুরাগের। অভিনেতার ম‍্যানেজার তাঁকে অনুরোধ করেন কোনও ছবিতে সুশান্তকে মানালে যেন তাঁর কথা মাথায় রাখেন তিনি। উত্তরে পরিচালককে বলতে দেখা যায়, সুশান্ত খুব ‘ঝামেলা’ করেন। তাঁর প্রথম ছবি ‘কাই পো ছে’র সময় থেকে তাঁকে চেনেন বলেও লেখেন অনুরাগ।

পরিচালক আরও লেখেন, ‘আমি দুঃখিত যে আমাকে এটা করতে হচ্ছে। এই চ‍্যাটগুলো সুশান্তের মৃত‍্যুর তিন সপ্তাহ আগের। ২২ মে তাঁর ম‍্যানেজারের সঙ্গে আমার চ‍্যাট। এতদিন করিনি কিন্তু এখন করার প্রয়োজন মনে করছি। হ‍্যাঁ আমার ব‍্যক্তিগত সমস‍্যার জন‍্য আমি সুশান্তের সঙ্গে কাজ করিনি।’

পাশাপাশি আরও একটি চ‍্যাট প্রকাশ‍্যে এনেছেন অনুরাগ কাশ‍্যপ। সুশান্তের মৃত‍্যুর দিন অর্থাৎ ১৪ জুধ অভিনেতার ম‍্যানেজারের সঙ্গে তাঁর কথা হয়। চ‍্যাটে কয়েকবার ‘মুকেশ’ নামটি উঠে এসেছে। পরিচালক লিখেছেন, মুকেশের জন‍্যই সুশান্তের থেকে দূরে সরে যান তিনি। মনে করা হচ্ছে সুশান্তের শেষ ছবির পরিচালক মুকেশ ছাবরার কথাই বলেছেন অনুরাগ।

সেই সঙ্গে সুশান্তের সঙ্গে কাজ না করার জন‍্য, তাঁর সঙ্গে যোগাযোগ না রাখার জন‍্য অনুতাপ করতেও দেখা গিয়েছে তাঁকে। সুশান্তের দিদিদের ব‍্যাপারেও জিজ্ঞাসা করেছেন তিনি। পরিচালক বলেছেন, ‘আমার এটা করতে খুব খারাপ লাগছে কিন্তু আমি করতে বাধ‍্য। যারা মনে করেন তাঁর পরিবারের ব‍্যাপারে আমরা ভাবতাম না। এর থেকে বেশি সততা দেখানো সম্ভব নয়। আমার সমালোচনা করতে চাইলে করতে পারেন।’

অনুরাগের এই পোস্ট সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে নেটজনতার একাংশ। বলিউড যে দীর্ঘদিন ধরে সুশান্তকে দূরে সরিয়ে রেখেছিল এটাই তার প্রমাণ, এমনটাও মন্তব‍্য করছে তারা। এমনকি রিয়া চক্রবর্তীকে সমর্থনের জন‍্যও তুমুল সমালোচিত হয়ে হচ্ছে পরিচালককে।

উত্তরে অনুরাগ ফের লেখেন, ‘সকলেই রিয়ার শাস্তি চাইছেন, প্রশ্ন করছেন যে কিকরে জানলেন ও দোষী নয়? কিকরে জানলেন কি পরিস্থিতির মধ‍্যে দিয়ে যাচ্ছিলেন তিনি? তারা ভুলে যাচ্ছেন গত ৯-১০ বছর ধরে গোটা ইন্ডাস্ট্রি সুশান্ত সিং রাজপুতকে দেখেছে, কথা বলেছে। আমরা ওকে বেশি ভাল চিনি। সুশান্তের কথা ভেবেই রিয়ার পাশে দাঁড়িয়েছি। কারন ব‍্যাপারটা এখন অনেক দূর গড়িয়েছে।’

X