বাংলাহান্ট ডেস্ক: পোশাকহীন হয়ে ফটোশুট করে বিতর্কের ঝড় তুলেছিলেন রণবীর সিং (Ranveer Singh)। হাজার জনের সামনেও নগ্ন হওয়ার ধক রাখেন, এমনটাই বলেছিলেন অভিনেতা। পালটা মামলায় মামলায় জর্জরিত হতে হয়েছে তাঁকে। ছবিগুলি ভাইরাল হওয়ার পর এক মাস কাটতে চলল। কিন্তু চর্চা এখনো বন্ধ হওয়ার নাম নেই। এর মাঝেই আরেক বিষ্ফোরক মন্তব্য করলেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। তাপসী পন্নুর (Taapsee Pannu) থেকে নাকি তাঁর স্তন বড়!
অনুরাগের পরিচালনায় ‘দোবারা’ ছবিতে অভিনয় করেছেন তাপসী। শীঘ্রই মুক্তির আলো দেখতে চলেছে ছবিটি। সেই ছবিরই প্রচারে গিয়ে এমন বিষ্ফোরক মন্তব্য করেছেন অনুরাগ, যা নিয়ে এখন হাসি মশকরার ঢল নেটপাড়ায়। ঠিক কী ঘটেছে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের নগ্ন ফটোশুট নিয়ে আলোচনা করছিলেন অনুরাগ ও তাপসী। তখনি মজা করে প্রশ্নকর্তা অনুরাগকে বলেন, তিনিও নগ্ন ফটোশুট করতে পারেন। পাশ থেকে তাপসী খোঁচা মারেন, সেটা হলে মোটেই সুন্দর দেখাবে না। বরং খুবই বীভৎস ব্যাপার হবে।
কিন্তু প্রশ্নকর্তা মজা করা থামাননি। তিনি দাবি করেন, তাপসীর আসলে হিংসা হচ্ছে অনুরাগের উপরে। তাঁর কথার সূত্র ধরেই বোমা ফাটান পরিচালক। বলে ওঠেন, “ও হিংসে করে কারণ ওর থেকে আমার স্তনযুগল বড়!” অনুরাগের হাসি চাপতে পারেননি কেউই।
নেটপাড়ায়ও হাসাহাসি চলছে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ পরিচালকের মন্তব্য নিয়ে। একজন ব্যঙ্গ করে লিখেছেন, এটাই জানার বাকি ছিল। আবার আরেকজন লিখেছেন, রীতিমতো অপমান! কয়েকজন আবার দাবি করেছেন, মজার সুরে বডি শেমিং করাটাও ঠিক নয়।
তবে তাপসী এবং অনুরাগ যে খুব ভাল বন্ধু তা অনেকেই জানেন। আগেও একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। দুজনের মধ্যে প্রায়ই এমন মজার খুনসুটি চলতেই থাকে । প্রসঙ্গত দোবারা ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১৯ অগাস্ট।