আপনি আপাতত নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন, CAA প্রসঙ্গে ‘নীরব’ অমিতাভকে খোঁচা অনুরাগ কাশ্যপের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সারা দেশ জুড়ে মানুষ বিক্ষোভ কর্মসূচীতে সামিল হয়। দেশের বিভিন্ন প্রান্তে এই আইনের প্রতিবাদে পথে নামে মানুষ। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় হাঁটতে দেখা যায় বলি তারকাদেরও। সেই তালিকায় রয়েছেন ফারহান আখতার, হুমা কুরেশি, স্বরা ভাস্কর সহ আরও অনেকে। আয়ুষ্মান খুরানা, মহেশ ভাট, আলিয়া ভাট, টুইঙ্কল খান্নারা টুইটারে নিজেদের ক্ষোভ উগরে দেন। কিন্তু এতকিছুর মধ্যেও আশ্চর্যজনকভাবে চুপ থাকতে দেখা যায় বলিউডে প্রথম সারির অভিনেতাদের। তাঁদের মধ্যে ছিলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনও। তাঁর এই নীরবতাকে কটাক্ষ করেই তোপ দাগেন পরিচালক অনুরাগ কাশ্যপ।

সম্প্রতি একটি টুইটে মজা করে অমিতাভ লেখেন, ‘নতুন বছর শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। কিন্তু বেশি চিন্তা করার কোনও প্রয়োজন নেই। মাত্র ১৯-২০ পার্থক্য রয়েছে।’ এই টুইটের পরেই আসরে নামেন পরিচালক অনুরাগ কাশ্যপ। বর্ষীয়ান অভিনেতাকে একহাত নিয়ে তিনি পাল্টা টুইট করে লেখেন, ‘এইবার পার্থক্যটা উনিশ-বিশের নয় স্যর। এবার পার্থক্যটা অনেক বেশি। আপাতত আপনি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার কাজটা আপনি ৭০এর দশকেই করে দিয়েছেন। তখন থেকে নিজের মধ্যেকার বচ্চনকে নিজের মধ্যেই রেখেছি। এবার সামনে গব্বর হোক বা লায়ন বা শাকাল আমিও দেখব।’

এর আগেও বিভিন্ন সময় নিজের মতপ্রকাশ করতে পিছিয়ে আসেননি অনুরাগ। এবারও তেমনটাই করবেন। টুইটের মাধ্যমে এইটাই বোঝাতে চেয়েছেন পরিচালক। তবে অমিতাভের দিক থেকে এখনও এই টুইটের কোনও উত্তর পাওয়া যায়নি।

শুধু অমিতাভ নন, এই একই বিষয়ের জন্য অক্ষয় কুমারের সমালোচনা করতেও ছাড়েননি পরিচালক। জামিয়া মিলিয়া পড়ুয়াদের ব্যঙ্গ করে বানানো একটি ভিডিয়োতে লাইক করার জন্য অক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার হন নেটিজেনরা। একজন অভিনেতাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ করলে তাঁর কথায় সমর্থনও করেন অনুরাগ কাশ্যপ। পরে অবশ্য অক্ষয় জানান, ভুল করে ওই ভিডিয়োতে লাইক করে ফেলেছিলেন তিনি।

সম্পর্কিত খবর

X