‘কেন্দ্রের মন্ত্রীদের কি বাংলায় আসা অপরাধ?’, বহিরাগত ইস্যুতে মমতা সরকারকে কটাক্ষ অনুরাগ ঠাকুরের

   

বাংলাহান্ট ডেস্কঃ মহারাজ সৌরভ গাঙ্গুলিকে দেখতে সোমবার সকালেই বাংলা (west bengal) এসেছেন অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। শনিবারই উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছিলেন তিনি। সৌরভ অনুরাগী এবং একসময় বিসিসিআই-এর সভাপতি হওয়ায় সৌরভ গাঙ্গুলিকে দেখতে কলকাতায় আসেন অনুরাগ ঠাকুর।

কলকাতায় পদার্পণ করেই ‘বহিরাগত’ ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কিছুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি নেতাদের বহিরাগত বলে কটাক্ষ করেছিলেন। এদিন বিমানন্দরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীর সেই কথার পাল্টা জবাব দিয়ে অনুরাগ ঠাকুর বলেন, ‘সবারই অধিকার আছে বাংলায় আসার। এমাটি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি। ড. শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, কলকাতা থেকে কাশ্মীর একটা দেশে একটাই নিশান একটাই প্রধান থাকতে পারে’।

anurag thakur pti

তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, ‘সরকার ৩৭০ ধারা এবং ৩৫ ধারা বাতল করে জম্মু কাশ্মীরকে ভারতের অংশ হিসাবে চিহ্নিত করেছে। আর আজ কিনা কলকাতায় এসে এসব শুনতে হচ্ছে। এসমস্ত কথা বলার আগে একবার অন্তত ভেবে দেখা উচিত’।

এখানেই থামেননি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি আরও বলেন, ‘ভারত সরকারের কোন মন্ত্রী যদি বাংলায় আসে, তাহলে তাঁকে বলা হয় বহিরাগত। তাহলে এখন আমি জানতে চাইব, কাদেরকে আপনারা এখানকার লোক বলছেন? ভারতের কোন প্রান্তের কোন মন্ত্রীর কি বাংলায় আসা অপরাধ? কেন্দ্রীয় মন্ত্রীরা কি বাংলায় আসতে পারবেন না? দেশের বিভিন্ন প্রান্ত থেকে মন্ত্রীরা এসে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই কাজটাকেও কি তাহলে অপরাধ বলবেন’?

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর