বাংলা হান্ট ডেস্কঃ ‘মন কি বাত’ (maan ki Baat) অনুষ্ঠান, যেখানে সরাসরি শ্রোতাদের উদ্দেশ্যে নিজের মনের কথা খুলে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কখনও কখনও শ্রোতাদের পাঠানো চিঠির প্রাপ্তি স্বীকার করে তা নিয়ে নিজের মতামত দেন তিনি। তার এই অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। এবার লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) জানালেন, প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান এতটাই জনপ্রিয় যে ২০১৪ সাল থেকে আজ অবধি তা থেকে ৩০ কোটিরও বেশি টাকার রাজস্ব উঠে এসেছে।
প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান নিয়ে একাধিকবার কটাক্ষ করতে দেখা গিয়েছে বিরোধীদের। কিন্তু মানুষের কাছে পৌঁছানোর অন্যতম শ্রেষ্ঠ উপায় হিসেবে এখনো যে মন কি বাত যথেষ্ট জনপ্রিয় আজ ফের একবার উঠে এলো কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রীর কথায়। প্রতি মাসের শেষ রবিবার দর্শকের সঙ্গে নিজের মতামত এই অনুষ্ঠানের মাধ্যমে ভাগ করে নেন প্রধানমন্ত্রী। এখনও পর্যন্ত ৭৮ টি পর্ব সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠানের। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যেভাবে বেড়েছে একইভাবে জনপ্রিয়তা বেড়েছে এই অনুষ্ঠানেরও।
অনুরাগ ঠাকুরের দেওয়া তথ্য অনুযায়ী ২০১৪-১৫ সালে যেখানে রাজস্বের পরিমাণ ছিল ১.১৬ কোটি টাকা। ২০১৭-১৮ সালে তা সর্বাধিক বেড়ে দাঁড়ায় ১০.৬৪ কোটি টাকায়। যদিও এরপর থেকে কিছুটা পড়েছে এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত রাজস্বের পরিমাণ। ২০২০-২১ অর্থবর্ষে এখনও অবধি এই অনুষ্ঠান থেকে রাজস্ব এসেছে ১.০২ কোটি টাকা। তবে সব মিলিয়ে বলাবাহুল্য যে এখনও এই অনুষ্ঠান যথেষ্ট জনপ্রিয়।
রেডিওর মাধ্যমে প্রধানমন্ত্রী যেভাবে সরাসরি মানুষের কাছে পৌঁছেছেন একদিক থেকে ছিল অভিনব। অনুরাগ ঠাকুর এও জানিয়েছেন, এই অনুষ্ঠানের জন্য কোন বাড়তি খরচ করতে হয় না প্রসার ভারতীকে। কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণ পৌঁছে যায় প্রতিটি মানুষের কাছে। ‘মন কি বাত’ অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট করে ৯১ টি টিভি চ্যানেলও।