বাংলা হান্ট ডেস্ক: সময়ের সাথে সাথে বদলে গিয়েছে বাংলা সিরিয়ালের (Bengali Serial) ট্রেন্ড।এখনকার দিনে অধিকাংশ বাংলা সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি (TRP)। তাই তালিকার পিছিয়ে পড়লেই খুবই কম সময়ের মধ্যে বন্ধ হয়ে যায় অধিকাংশ ধারাবাহিক। এক্ষেত্রে কারও বয়স হয়ে থাকে তিন মাস তো কারো টেনেটুনে ছ’মাস। তারই মধ্যে শেষ হয়ে যাচ্ছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক।
কিন্তু এই একঝাঁক নতুন সিরিয়ালের ভিড়ে এখনও রমরমিয়ে চলছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই মুহূর্তে এই সিরিয়ালটি’ই হল বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো ধারাবাহিক। যা দেখতে দেখতে ইতিমধ্যেই পার করে ফেলেছে ৭০০ পর্ব। সূর্য-দীপার (Surjo-Deepa) প্রেমের কাহিনীর এই গল্প দর্শকদের ভালোবাসায় আজ পেয়েছে বাংলা জোড়া খ্যাতি।
একটা সময় লাগাতার টিআরপি তালিকায় প্রথম হয়ে একথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল এই ধারাবাহিকটি।ধারাবাহিকের নায়ক-নায়িকা সূর্যদীপা জুটির মিষ্টি রসায়ন তো রয়েইছে সেই সাথে পর্দায় তাদের দুই মেয়ে সোনা রুপাও দর্শকদের নয়নের মণি। দর্শকদের ভালোবাসায় এইভাবেই ৭০০ পর্ব পার করে ফেলায় দারুন খুশি সিরিয়ালের নায়ক তথা ডাক্তার সূর্য সেনগুপ্ত অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)।
এদিন সিরিয়ালে এই সাফল্যের আনন্দেই দিব্যজ্যোতি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি পোস্ট শেয়ার করেছিলেন।সেখানে দেখা যাচ্ছে ছবিতে লেখা রয়েছে, ‘অনুরাগের ছোঁয়া ৭০০ অন স্ট্রাইক’। এই ছবিটি শেয়ার করে নিয়ে ক্যাপশনে পর্দার সূর্য দর্শকদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।’ অভিনেতার এই পোস্টে ভালোবাসার ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। সেখানেই এক অনুরাগী লিখেছেন ‘এর পরের টার্গেট ১০০০ পর্ব।’
আরও পড়ুন: কামাল করতে পারল না ‘কথা’! হাড্ডাহাড্ডি লড়াই পর্ণা-ফুলকির, TRP লিস্টে কে হল সেরার সেরা?
তো কারও মন্তব্য,’মনেই হলো না কবে ৭০০ পর্ব কেটে গেল। আরও অনেক দিন চলুক এই মেগা’। যদিও এই ধারাবাহিকে দিনের পর দিন একঘেয়েমি দেখে এখন বেশ বিরক্ত হয়ে গিয়েছেন দর্শকদের একটা বড় অংশ যার প্রভাব পড়েছে টিআরপি তালিকা। একটা টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করলেও, এখন এই সিরিয়ালটি থাকে টিআরপি তালিকার প্রায় শেষের দিকে।
View this post on Instagram
এই মুহূর্তে অনুরাগের ছোঁয়ায় দেখা যাচ্ছে মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছে সূর্য। সে এখন মানসিক হাসপাতালে ভর্তি রয়েছে। অনেক কষ্টে তার খোঁজ পেয়েছি দীপা। এখন দেখার কিভাবে তাকে আবার সুস্থ করে নিজের জীবনে ফিরিয়ে আনে দীপা।