দীপা নয়, ভাইবউ উর্মিতে মজেছে সূর্য! সোশ্যাল পোস্ট করে দিলেন বিশেষ বার্তা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বাংলা টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় জুটি হল সূর্য (Surjo) আর দীপা (Deepa)। দীর্ঘ ৭ বছরের ভুল বোঝাবুঝি মিটিয়ে তারা আবার এক ছাদের তলায় এসেছে। যদিও মিশকা (Mishka) বহু চেষ্টাই করেছিল তাদের আটকাতে। এমনকি নিজেই নিজের মৃত্যুর মিথ্যা ঘটনা সাজিয়ে সূর্যকে জেলে পাঠায়। দীপার চেষ্টায় পর্দা ফাঁস হয়েছে মিশকার। স্বভাবতই হাঁফ ছেড়ে বেঁচেছে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) ভক্তরা।

তবে এসবের মাঝেই সামনে এল সূর্য আর উর্মির এক ছবি। ভাইবউয়ের সাথে রোম্যান্টিক পোজ দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট আসতেই ভাইরালও হয়েছে হু হু করে। আর হবে নাই বা কেন, সূর্য হঠাৎ উর্মির সাথে কী করছে? এই প্রশ্নে ভক্তদের তো মাথা খারাপ হওয়ার জোগাড়। তবে কি গল্পে আবারও কিছু চটকদার হতে চলেছে?

জেনে অবাক হবেন যে, শুধু উর্মির সঙ্গে ছবি পোস্ট করেই ক্ষান্ত থাকেননি সূর্য। এই নয়া জুটির নামকরণও করেছেন তিনি। ‘সূর্য এবং উর্মিকে মিলিয়ে তিনি নাম রেখেছেন সূর্মি’। সেটা আবার ছবির ক্যাপশনে তিনি লিখেওছেন। যা দেখার পর তো ভক্তদের চক্ষু চড়কগাছ। উল্লেখ্য, ভাইরাল এই ছবিতে গাঢ় নীল রঙের পাঞ্জাবি পরেছেন সূর্য। রঙ মিলান্তি করে উর্মি পরেছেন একই রঙের শাড়ি। আর এই ছবিগুলি দিব্যজ্যোতি নিজেই পোস্ট করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Dibyojyoti Dutta (@dibyojyoti_dutta_)

 

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, একে অপরের দিকে রোম্যান্টিক ভাবে তাকিয়ে রয়েছে সূর্য এবং উর্মি। সূর্যর বাহুডোরে বাধা রয়েছে সে। তারপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন, ‘ব্যাপারটা ঠিক কী?’ জানিয়ে দিই, ব্যাপারটা সেরকম কিছুই না। আর এই ছবিগুলির সাথে ‘অনুরাগের ছোঁয়া’র দূরদূরান্ত কোনও সম্পর্ক নেই। বরং এগুলি শ্যুটিংয়ের ফাঁকে ফ্রেমবন্দি করা কিছু মুহুর্ত। এমনিতে দিব্যজ্যোতি আর সৌমিলির অফস্ক্রিন বন্ডিং কারুর অজানা নয়।

আরও পড়ুন : ঈশা আম্বানির গলার নেকলেস দিয়েই কিনতে পারবেন আস্ত একটা শহর! দাম শুনলে আঁতকে উঠবেন

এই ছবি দেখে নেটিজনদের কেউ কেউ লিখেছেন, ‘দিব্য একদম ভালো না স্বস্তিকাকে ছেড়ে সৌমিলির বা সিরিয়ালে উর্মি সঙ্গে ছবি তুলছে। স্বস্তিকার ছবিতে লাইকও দেয় না। সমস্যাটা কোথায়?’ তো অন্যজনের মন্তব্য, ‘তোমাদের দারুণ লাগছে, পরের সিরিয়ালে জুটি হিসাবে চাই’। ছোটপর্দার দীপা এই বিষয়ে কোনও মন্তব্য না করলেও প্রারব্ধী ওরফে জয় কিন্তু পিছিয়ে নেই। ‘আয়ুশ শর্মার গেঞ্জি ছিঁড়ে দিচ্ছে এক সুন্দরী’__এমনই একটা গিফি পোস্ট করলেন কমেন্ট বক্সে। তারপর থেকেই ভক্তদের প্রশ্ন, তবে কি সত্যি সত্যিই কোনও গল্প তৈরি হচ্ছে? গোটা বিষয়টা জানার জন্য অপেক্ষা তো করতেই হবে।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X