এবারের মহালয়ায় মহাদেব হচ্ছেন বাংলা সিরিয়ালের এই নায়ক! চিনতে পারছেন কে ইনি?

বাংলা হান্ট ডেস্ক : হাতে গোনা আর মাত্র কটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই বাঙালির কাছে আলাদা ইমোশন। মহালয়া (Mahalaya) দিয়েই শুরু হয়ে যায় দুর্গাপুজোর গৌরচন্দ্রিকা। হিন্দুদের বিশ্বাস মহালয়ার (Mahalaya) পুণ্য প্রভাতেই মর্ত্যে আগমন হয় দেবীর। সুদূর কৈলাস থেকে সপরিবারে এক বছর পর বাপের বাড়িতে আসেন উমা।

এবারের মহালয়ায় (Mahalaya) শিব হচ্ছেন এই হ্যান্ডসাম হিরো!  চিনতে পারছেন কে এই নায়ক?

আর সেই আগমনীর বার্তায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। তাই এই দিন থেকেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুভ সূচনা হয়ে যায় দেবী পক্ষের। তাই এই মহালয়া (Mahalaya) নিয়েও প্রতিবছর এক আলাদাই উন্মাদনা কাজ করে সকলের মধ্যে। আজও মহালয়ার কাকভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শুনেই ঘুম ভাঙে বাঙালির।

যদিও সময়ের সাথে সাথে অনেকটাই পাল্টে গিয়েছে বাঙালির মহালয়ার ধরণ। তাই এখন রেডিওতেই মহালয়া শোনার পরেও টিভিতে মহিষাসুরমর্দিনী দেখার জন্যও অধীর অপেক্ষায় থাকেন দর্শক। আগে শুধুমাত্র ডিডি বাংলায় মহালয়া দেখানো হলেও এখন প্রায় প্রতিটি বিনোদনমূলক চ্যানেলে সম্প্রচারিত হয় মহালয়া।

স্টার জলসা থেকে জি বাংলা প্রতিটি চ্যানেলে এখন এই একই ছবি। এবছর স্টার জলসায় দেবী দুর্গারূপে ধরা দিতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তবে কোয়েল একা নন এবছর দেবী দশভুজার নয় রূপে থাকছেন বিনোদন জগতের আরও একঝাঁক অভিনেত্রী। যাঁদের মধ্যে অন্যতম দুই জনপ্রিয় টলিউড অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং মধুমিতা সরকার।

আরও পড়ুন : অপেক্ষার অবসান! এসে গেল তিতিক্ষা-নন্দিনীর নতুন মেগা ‘দুই শালিক’-এর প্রথম ঝলক

এছাড়াও রয়েছেন বাংলা সিরিয়ালের বেশ কয়েকজন পরিচিত মুখ। তাঁদের মধ্যে রয়েছেন ‘কথা’ অভিনেত্রী সুস্মিতা দে, কিংবা ‘শুভ বিবাহ’ থেকে সুধা অভিনেত্রী সোনামণি সাহা কিংবা অনুরাগের ছোঁয়া থেকে দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ সহ গীতা এলএলবি (Geeta LLB) ধারাবাহিকের গীতা (Geeta LLB) অভিনেত্রী হিয়া মুখার্জী (Hiya Mukherjee)।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

সদ্য প্রকাশ্যে এসেছিল স্টার মহালয়ার অসুরের প্রথম ঝলক। আর এবার দেখা দেখা গেল আসন্ন এই মহালয়ার মহাদেবের প্রথম ঝলক। প্রসঙ্গত এবছর পঞ্জিকা মতে দোলায় মর্ত্যে আসছেন দেবী। নতুন  প্রোমোর একেবারে শুরুতেই দেখা যাচ্ছে, পার্বতী রূপে দেবী কার্তিক, গণেশ সহ লক্ষ্মী,সরস্বতী নিয়ে সপরিবারে দোলায় চড়ে বাপের বাড়ি আসছেন। এই প্রোমোর একেবারে শেষে দেখা গেল মহাদেবেকেও। এবছর স্টার জলসায় মহাদেব সেজেছেন ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের ‘সূর্য’ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। তাঁর গলায় জড়ানো সাপ, কপালে তিলক, রুদ্রাক্ষের মালা, আর মাথার জটায় রয়েছে চাঁদ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর