দীপার জন্মদিনে সূর্যর ‘অনুরাগের ছোঁয়া’! নায়িকার জন্মদিনে কি উপহার দিলেন দিব্যজ্যোতি

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে সুপারহিট সূর্য-দীপার (Surjo-Deepa) জুটি। স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) অভিনয় করেই বাংলা জোড়া খ্যাতি পেয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষ । পর্দায় তাদের জমজমাট রসায়ন দেখে অনুরাগীরা এক সময় মনে করতে শুরু করেছিলেন সিরিয়ালের এই জুটি (Surjo-Deepa) প্রেম করছেন বাস্তবেও।

সূর্য-দীপার (Surjo-Deepa) জুটির প্রেম

কিন্তু বারবার সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন এই জুটি (Surjo-Deepa)। একাধিক সাক্ষাৎকারে সম্পর্কের কথা শুনেই হাসিতে ফেটে পড়েছেন নায়ক নায়িকা দুজনেই। প্রেমের জল্পনা উড়িয়ে দিয়ে বরাবরই নিজেদের খুব ভালো বন্ধু বলেই দাবি করেছেন স্বস্তিকা-দিব্যজ্যোতি।

আজ ১১ ই সেপ্টেম্বর দর্শকদের প্রিয় দীপা ওরফে স্বস্তিকা ঘোষের জন্মদিন। নায়িকার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে ভোলেননি পর্দার ডাক্তারবাবু সূর্য। হাসিমুখেই স্বস্তিকার সাথে একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিব্যজ্যোতি লিখেছেন, ‘তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা’।  উত্তর দিয়েছেন  স্বস্তিকাও।

এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত সবচেয়ে পুরনো বাংলা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া।’  দীর্ঘদিনের সফরে এই মেগার মুকুটে জুড়েছে একাধিক পালক তৈরি করেছে বহু রেকর্ড। সময়ের সাথে সাথেই এককালের বেঙ্গল টপার এই সিরিয়ালের  টিআরপি কমেছে ঠিকই। কিন্তু দর্শকদের ভালোবাসা কমেনি এক ফোঁটাও।

আরও পড়ুন : মিলিয়ে গেল মুখের হাসি! পুজোর আগেই সোনার দামে বড় বদল, কলকাতায় কত?

তাই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনুরাগের ছোঁয়ায় অগণিত ফ্যান পেজ দেখলেই তা আন্দাজ করা যায়। পর্দার সূর্য-দীপা জুটিকে দুহাত ভোরে ভালোবাসা দিয়ে চলেছেন দর্শকরাও। প্রসঙ্গত কিছুদিন আগেই গিয়েছে সূর্য অভিনেতা দিব্যজ্যোতির জন্মদিন। সেসময় আইসক্রিম হিরোর সাথে ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন স্বস্তিকা। আর এদিন একইভাবে স্বস্তিকার জন্মদিনে দিব্যজ্যোতিকে শুভেচ্ছা জানাতে দেখে বেজায় খুশি হয়েছেন অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Dibyojyoti Dutta (@dibyojyoti_dutta_)

কমেন্ট সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। কেউ লিখেছেন তাদের খুব সুন্দর মানিয়েছে। বাস্তব জীবনেও দিব্যজ্যোতি স্বস্তিকার বিয়ে হলে খুব ভালো হতো। করও মন্তব্য ‘ কি দারুন যে লাগে দুজনকে একসাথে। সিরিয়ালের প্লটটা ঘেঁটে ঘ পরও দেখছি শুধু তোমাদের জন্য। সত্যিই দারুন জুটি। তোমরা যেন ক্যামেরার পিছনেও এমনই থাকো। বর-বউ পুরো।’

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X