বাংলা হান্ট ডেস্ক : টিভি খুললেই এখন নতুন সিরিয়ালের মেলা। এই সমস্ত পুরনো সিরিয়ালের ভিড়েও এখন রামরামিয়ে চলছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই মুহূর্তে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) বাংলা টেলিভিশনের অন্যতম পুরনো মেগা সিরিয়াল। ইতিপূর্বে একাধিকবার এই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার গুঞ্জন কানে এসেছে।
অনুরাগের ছোঁয়ায় (Anurager Chhowa) মুখোমুখি সোনা-দীপা
কিন্তু প্রত্যেকবারওই সমস্ত জল্পনায় জল ঢেলে একের পর এক নতুন মোড় ঘোরানো পর্ব নিয়ে এগিয়ে চলেছে এই ধারাবাহিক। এই সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন সদ্য এক ধাক্কায় অনেকটাই এগিয়ে গিয়েছে অনুরাগের ছোঁয়ার গল্প। আলাদা আলাদাই বড় হয়ে গিয়েছে সূর্য-দীপার যমজ মেয়ে সোনা রুপা।
যদিও বড় হওয়ার সাথে সাথে সোনার মনে মা দীপার প্রতি জন্মেছে ভয়ঙ্কর ঘৃণা। ছোটবেলাতেই সোনার মনে ধারণা তৈরি হয়েছে তাঁর মা শুধু হিংসুকুটি অর্থাৎ রুপাকেই ভালোবাসে। এমনকি তার মা নাকি তাকে প্রাণেও মেরে ফেলতে চায়। সেই ভুল ধারণা এখনও পর্যন্ত নিজের মনে পুষে চলেছে সোনা। যা বড় হয়েও পাল্টায়নি এক ফোঁটা।
আরও পড়ুন : মমতার কাছে ‘নালিশ’ করছেন ঋতুপর্ণা? ‘নির্লজ্জ্ব প্রদর্শন’ দেখে ধুয়ে দিলেন শ্রীলেখা
অন্যদিকে মেয়ে আর স্ত্রীর থেকে দূরে গিয়ে আজও সূর্য দীপা আর রুপাকে প্রতি মুহূর্তে মিস করে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের একটি নতুন প্রোমো। সেখানে দেখা গেছে রান্না ঘরে আগুন লাগার পর, সব ভুলে আবার নতুন উদ্যমে কাজ শুরু করেছে দীপা। ঠিক তখনই সেখানে চলে আসে সোনা।
View this post on Instagram
আর এসেই চিৎকার করে বলে ওঠে,’কিন্তু যে আগুন তুমি আমার জীবনে লাগিয়েছো তা আমি কি করে ভুলি?’ এরপরেই দীপার দিকে আঙুল তুলে সোনা বলে, ‘আমার বাবা জীবনে এগিয়ে গিয়েছে। খুব শিগগিরই বিয়েও করবে।’ এরপর দীপা সোনাকে চিনতে পেরে তাকে জড়িয়ে ধরতে চায়। কিন্তু সোনা ধাক্কা মেরে দীপাকে ফেলে দিয়ে বলে ‘তোমাকে আমার মা ডাকতে ইচ্ছাই করে না।’ এখন দেখার আগামী দিনে, ‘মেয়ের ঘৃণা কীভাবে ভালোবাসায় পরিণত করবে দীপা?’
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার