বাংলা হান্ট ডেস্ক : স্টার জলসায় এখন একের পর এক নতুন সিরিয়ালের লম্বা লাইন। তাই মাঝেমধ্যেই জল্পনা তৈরী হচ্ছে পুরনো সিরিয়ালের সম্প্রচার শেষ হওয়ার। এই মুহূর্ত এই চ্যানেলের সবচেয়ে পুরনো সিরিয়াল একটাই। তা হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। কিন্তু প্রতিবার নিত্য নতুন চমক নিয়েই এগিয়ে চলেছে এই ধারাবাহিকের (Anurager Chhowa) গল্প।
‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) নতুন প্রোমো
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, আগামী দিনে বড়সড় নিতে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য-দীপার (Surjo-Deepa) যমজ সন্তান সোনা-রুপা (Sona-Rupa) এবার একধাক্কায় বড় হয়ে যাবে। কিন্তু মাঝে ক’দিন যেভাবে এই সিরিয়ালের ঘটনা প্রবাহ এগিয়ে চলেছিল তাতে লীপ নেওয়ার বিষয়ে দর্শকদের মনে তৈরি হয়েছিল একরাশ সন্দেহ। কিন্তু এবার আর কোন সন্দেহের অবকাশ রইল না। সোনা-রুপা বড় হতেই এসে গেল ‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রোমো।
এই সিরিয়ালটি যারা নিয়মিত দেখেন তারা জানেন এই মুহূর্তে রুপা সেনগুপ্ত বাড়ি থেকে দূরে রয়েছে। খোঁজ না পেয়ে সে ভাবছে তাঁর মা আর বেঁচে নেই। তাই মনে মনে খুব কষ্ট পাচ্ছে রূপা। আর অভিমান করে মুখ ফিরিয়ে নিয়েছে বাবা সূর্যের দিক থেকে। অন্য দিকে সোনা মনে করছে তার মা তার থেকে রূপকেই বেশি ভালোবাসে। তাই এখন নিজের মাকে দেখলেই প্রচন্ড রেগে যাচ্ছে সোনা।
এমনকি সূর্যকে সে স্পষ্ট জানিয়ে দিয়েছে ‘মা আমার কাছে আসলে, আমি এই সেই বাড়ি ছেড়ে চলে যাব।’ গত পর্বেই দর্শক দেখেছেন সোনার পাকামির জন্য গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিল দীপা-উর্মি আর বীর। কিন্তু সোনাকে গাড়ি থেকে বের করতে সময় লেগে যাওয়ায় সোনা আবার দিপার ওপরে রেগে রেগে যায়। সে ভাবে দীপা তাকে মেরে ফেলবে।
আরও পড়ুন : ফিরল জলসার পুরনো জৌলুস! পর্ণা-ফুলকিকে হারিয়ে একাই টপার হল গীতা
অন্যদিকে রুপা বিদেশে চলে যায় ডাক্তারি পড়তে। অন্যদিকে বাড়ি ফেরার পর সোনা দীপাকে দেখে এতটাই পাগলামো করতে থাকে যে সূর্য তাকে নিয়ে আবার সেনগুপ্ত বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে এসে গিয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে আপনজনদের থেকে দূরে গিয়ে দীপা নতুন করে তার জীবন শুরু করেছে।
View this post on Instagram
কিন্তু নতুন শহরে পা রাখতেই একদল অচেনা মানুষ দীপার ব্যাগ চুরি করে নিয়ে যায়। কিন্তু তখনই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন দুজন অচেনা বন্ধু। এরপরেই দেখা যায় দীপার ঠিক পিছনেই হাতে বেলুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে সূর্য আর সোনা। দীপা আর রুপাকে ভুলে তারাও দিব্যি আনন্দে রয়েছে। কিন্তু এই নতুন প্রোমোতে সোনার বড়বেলার লুক প্রকাশ্যে এলেও এখনও পর্যন্ত সামনে আসেনি রুপা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার