বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে যখন মাত্র কয়েক মাসেই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সিরিয়াল (Serial), সেখানে দাঁড়িয়ে কোনো ধারাবাহিক এক বছরের বেশি টানাই বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতেই প্রতিদ্বন্দ্বীদের বড় চমক দিয়ে ১০০০ পর্ব পূরণ করল ‘অনুরাগের ছোঁয়া’।
বড় মাইলফলক পার করল অনুরাগের ছোঁয়া সিরিয়াল (Serial)
একটা সময় ছিল যখন মেগা সিরিয়াল (Serial) মানেই তা অন্তত কয়েক বছর সম্প্রচারিত হত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের পছন্দ বদলে গিয়েছে। টিআরপিও কমেছে আগের থেকে। অন্যদিকে বেড়েছে প্রতিযোগিতা। তাই নম্বরে একটু উনিশ বিশ হলেই বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়াল (Serial)। করোনা পরবর্তী সময়ে শুরু হওয়া ধারাবাহিকগুলির মধ্যে একমাত্র অনুরাগের ছোঁয়াই এখনো পর্যন্ত সম্প্রচারিত হচ্ছে।
নতুন চমক নিয়ে এগিয়েছে গল্প: এই সিরিয়ালের (Serial) সমসাময়িক অন্য ধারাবাহিকগুলি অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। নম্বর কমেছে অনুরাগেরও। কিন্তু শেষ হয়নি গল্প। বরং নতুন নতুন চমক এনে, ট্র্যাক এগিয়ে সিরিয়ালটিকে (Serial) ধরে রেখেছেন নির্মাতারা। বর্তমানে সূর্য দীপার বয়স বেড়েছে। দুই মেয়ে সোনা রূপাও বড় হয়ে গিয়েছে।
আরো পড়ুন : ইদ উপলক্ষ্যে বড় পদক্ষেপ মোদী সরকারের! দেশের ৩২ লক্ষ দরিদ্র মুসলিম পরিবারের জন্য বিশেষ উপহার
প্রকাশ্যে নতুন প্রোমো: ১০০০ পর্ব উপলক্ষে চ্যানেলের তরফে সামনে এসেছে নতুন প্রোমো। সেখানে দীপাকে বলতে শোনা যায়, ১০০০ পর্বে পা রেখেছে গল্প। প্রথম দিন থেকে দর্শকরা তাদের সঙ্গে থেকেছেন। দর্শকদের ভালোবাসাতেই ১০০০ পর্বে পা রেখেছে ধারাবাহিক (Serial)। এবার কি তবে শেষ হবে সূর্য দীপার কাহিনি? নাকি আবারও কোনো নতুন মোড় আসবে গল্পে?
আরো পড়ুন : আমেরিকাকে খুশি করতে বড় চাল ভারতের! নেওয়া হল বড় সিদ্ধান্ত, লাগু ১ এপ্রিল থেকেই
প্রোমোতেই মিলেছে তার আভাস। সূর্য দীপার ২০ বছরের বিবাহ বার্ষিকীতে ফের ঝড় উঠবে তাদের জীবনে। সোনা রূপা দুই বোনেরই পছন্দ হবে কৃষ্ণকে। ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে গল্প কোনদিকে এগোয় সেটাই দেখার অপেক্ষা।