ডিভোর্সি প্রেমিকের জন্য ছেড়েছেন নিজের মাকে! বাস্তবেও খলনায়িকার তকমা ‘মিশকা’র গায়ে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে বাংলার সেরা সিরিয়ালের তকমা রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chowa) দখলে। স্টার জলসার এই সিরিয়াল প্রথম থেকেই ভাল টিআরপি তুলে এসেছে। সূর্য দীপার প্রেম, বিয়ে, অভিমান, ভুল বোঝাবুঝি আর মিশকার একের পর এক ষড়যন্ত্র গল্পে বুঁদ করে রেখেছে দর্শকদের। নায়ক নায়িকার পাশাপাশি খল নায়িকা মিশকা ওরফে অহনা দত্তও (Ahona Dutta) জনপ্রিয়তার শিখরে উঠেছেন।

ডান্স বাংলা ডান্সে মা মেয়ের জুটি চাঁদনি-অহনা তাঁদের নাচের দক্ষতায় নজর কেড়েছিলেন দর্শকদের। এরপরেই স্টার জলসায় নিজের প্রথম সিরিয়ালে সুযোগ পেয়ে যান অহনা। আর প্রথম বারেই সাফল্য। সূর্য দীপার মাঝে মিশকার নাক গলানো, বাড়াবাড়ি দেখে দর্শক যত তেলে বেগুনে জ্বলেছে ততই মুখ উজ্জ্বল হয়েছে অহনার।

ahona mishka

কিন্তু কোথাও গিয়ে রিল আর রিয়েল এক হয়ে গিয়েছে অহনার জীবনে। মিশকা যেমন বিবাহিত সূর্যর জীবন থেকে দীপাকে সরিয়ে নিজে রানী হয়ে বসতে চায়, অহনাও তেমনি প্রেমে পড়েছেন এক বিবাহিত পুরুষের। নিজের কাছে তিনি স্বচ্ছ হলেও মায়ের কাছে খলনায়িকা হয়ে উঠেছেন অহনা।

অনুরাগের ছোঁয়ার মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন অহনা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একগুচ্ছ ছবি রয়েছে একসঙ্গে। কিন্তু মেয়ের জন্মদিনেই তাঁর প্রেমিকের বিরুদ্ধে বোমা ফাটান অহনার মা চাঁদনি। তিনি অভিযোগ জানান, দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নিজের পরিবারের থেকে দূরে সরে গিয়েছেন অহনা।

পালটা অভিনেত্রী বলেছিলেন, তিনি নিজের মাকে সম্মান করেন। আর কোনো রকম কাদা ছোড়াছুড়ি করতে চান না। শুধু নিজের অনুরাগীদের উদ্দেশে তাঁর বার্তা ছিল, তিনি কাউকে ঠকাচ্ছেন না। বাস্তব জীবনে তিনি খল নায়িকা নন।

গুঞ্জন শোনা যায়, অহনার প্রেমিক দীপঙ্করের দু দুবার বিয়ে ভেঙেছে ইতিমধ্যেই। প্রথম স্ত্রী পারমিতার সঙ্গে বিচ্ছেদের পরে নাকি আরেক অভিনেত্রীর সঙ্গে বিয়ে করেন দীপঙ্কর। সেটাও ভেঙে যাওয়ার পর এখন অহনার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। মাত্র ২০ বছর বয়সী মেয়েকে এমন ছেলের সঙ্গে মিশতে দেওয়ার বিরোধী মা চাঁদনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে স্পষ্ট উত্তর দেন অহনা। সম্পর্কের কথা স্বীকার করে তিনি বলেন, তাঁর প্রেমিক ডিভোর্সি। অনেকদিন আগেই আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। তিনি কারোর ঘর ভাঙেননি। তাঁর মা এই সম্পর্কটা মানতে পারছেন না। পরিবারের সবার বিপক্ষে গিয়েই সম্পর্ক বজায় রেখেছেন অহনা।

সম্পর্কিত খবর

X