প্রতিবাদে সামিল অনুরাগের ছোঁয়া টিম, বললেন এই কথা

আর জি করের (R G Kar) ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। নৃশংস এই ঘটনার (R G Kar) প্রতিবাদে নেমেছে লাখ লাখ মানুষ। গতকাল অর্থাৎ ১৪ আগষ্ট ছিল মেয়েদের রাত দখল। এদিন রাত ১১ থেকে রাস্তায় প্রতিবাদে নেমেছিলেন বঙ্গবাসী। উপস্থিত ছিলেন একাধিক তারকারাও। মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য আরও একাধিক তারকারা।

পশ্চিমবঙ্গের ৩০০টিরও বেশি এলাকায় এর প্রতিবাদে ডাক দিয়েছিল। হুগলি, জলপাইগুড়ি, নদীয়া, হাওড়া, কলকাতা, ২৪ পরগনা, মালদা, বর্ধমান, আসানসোল একাধিক এলাকার মানুষ পথসভা করেছিল ঘটনার প্রতিবাদে। সুদূর বোম্বে থেকেও বিচার চাইছেন তারকারা। এর প্রতিবাদে আয়ুষ্মান খুরানা, টাইগার শ্রফ, কঙ্গনা রানাউত প্রত্যেকেই মুখ খুলেছেন। আয়ুষ্মান নিজের কবিতার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

   

R G Kar

আর জি করের ( R G Kar) ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি

বাদ যাননি পড়শি দেশের মানুষও। বাংলাদেশের এমন উত্তাল অবস্থার পরেও, এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে তারা। কেউ লেখা, কেউ ভিডিয়ো, কেউ আবার গানের মাধ্যমে বিচার চেয়েছে। ঘটনার তদন্তের দ্বায়িত্ব হস্তান্তর হয়েছে সিবিআই-এর হাতে। আসল দোষীর সাজা চায় প্রত্যেকেই। কিছু ব্যস্ত মানুষ, যাঁরা কাজ কিংবা অসুস্থতার জন্য প্রতিবাদের অংশ হয়ে উঠতে পারেননি, তাঁরা চার দেওয়ালের মধ্যে থেকেই প্রতিবাদে গর্জে উঠেছেন।

এমনই প্রতিবাদ দেখা গেল অনুরাগের ছোঁয়ার সেটে। ব্যস্ত শিডিউলের কারণে প্রতিবাদ মিছিলের অংশ হতে পারেনি তারা। তাই স্টুডিওর বাইরেই হাতে প্রতিবাদের ভাষায় লেখা কাগজ নিয়ে নীরবে প্রতিবাদ জানিয়েছে তারা। উপস্থিত ছিল ধারাবাহিকের সূর্য, দীপা, সোনা, লাবণ্য আরও অনেকে। তবে ধারাবাহিকের শ্যুটিংয়ে ব্যস্ত না হওয়ায় রাস্তার মিছিলে যোগ দিয়েছিলেন সায়ন্তনী। তিনি এই ধারাবাহিকে সূর্যর কাকিয়া চরিত্রে অভিনয় করেন। অনুরাগের ছোঁয়ার গোটা টিমের জন্য গর্বিত অনেকেই।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর