‘রোশনাই’ অতীত, নায়িকার চরিত্র নিয়ে নতুন সিরিয়ালে কামব্যাক অনুষ্কার, বিপরীতে এই অভিনেতা!

বাংলাহান্ট ডেস্ক : তাঁর জনপ্রিয়তা ‘গাঁটছড়া’ ধারাবাহিক থেকে। টমবয় বনির চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন অনুষ্কা গোস্বামী (Anushka Goswami)। তারপর একটি মিউজিক ভিডিওর সঙ্গে সঙ্গে সটান নায়িকা হওয়ার প্রস্তাব আসে তাঁর কাছে। স্টার জলসার ‘রোশনাই’ সিরিয়ালে মুখর চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। চরিত্রের প্রয়োজনে টম বয় থেকে সোজা কত্থক নৃত্যশিল্পী হয়ে ওঠেন অনুষ্কা (Anushka Goswami)। কিন্তু ভাগ্যের ফের! নায়িকা হওয়ার সুযোগ পেয়েও মাঝপথেই রোশনাই ছাড়তে হয় তাঁকে।

নতুন সিরিয়াল নিয়ে ফিরতে চলেছেন অনুষ্কা (Anushka Goswami)

শোনা গিয়েছিল, অসুস্থতার কারণে বাধ্য হয়ে মাঝপথেই সিরিয়াল ছেড়েছিলেন অনুষ্কা (Anushka Goswami)। তাঁর জায়গায় শনের নায়িকা হয়ে আসেন অভিনেত্রী তিয়াশা লেপচা। তবে এবার অনুষ্কা (Anushka Goswami) ভক্তদের জন্য এল বড় সুখবর। আবারও নতুন উদ্যমে টিভির পর্দায় ফিরতে চলেছেন তিনি। খুব শীঘ্রই তাঁর নতুন সিরিয়াল আসছে বলে খবর।

Anushka goswami is reportedly coming back with new serial

কে হচ্ছেন নায়ক: টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, নতুন ধারাবাহিকে কামব্যাক করতে চলেছেন অনুষ্কা গোস্বামী (Anushka Goswami)। এবারেও নায়িকার চরিত্রেই দেখা যাবে তাঁকে। তবে এই সিরিয়ালটি আসার কথা রয়েছে সান বাংলায়। নায়কের চরিত্রেও থাকছে চমক। শনের পর এবার অভিনেতা সৈয়দ আরেফিনের নায়িকা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে অনুষ্কার (Anushka Goswami)।

আরো পড়ুন : ‘দেবীয়ানদের ক্ষমতা দেখলে বি…’, নেটপাড়ায় ‘দাদাগিরি’ দেব ভক্তদের, রুদ্রনীল লিখলেন…

কোন চ্যানেলে আসছে সিরিয়াল: শেষ বার ‘যোগমায়া’ সিরিয়ালে দেখা গিয়েছিল আরেফিনকে। কিন্তু ধারাবাহিকটি মোটেই টিআরপি তুলতে পারেনি। নম্বরের অভাবে সময়ের আগেই শেষ হয়ে গিয়েছিল যোগমায়া। তবে এবার নতুন প্রোজেক্টে আরেফিনের ফেরার সম্ভাবনা তৈরি হওয়ায় খুশি দর্শকরাও। যদিও সবটাই এখনো রয়েছে জল্পনার স্তরে। নতুন সিরিয়ালের গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অনুষ্কা (Anushka Goswami)।

আরো পড়ুন : হাসিনাকে নিয়ে স্নায়ুর লড়াই! বাংলাদেশ পাসপোর্ট বাতিল করতেই এবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ ভারতের

প্রসঙ্গত, রোশনাই ছাড়ার পর থেকে আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি অনুষ্কাকে। অন্যদিকে নতুন বিয়ে সেরেছেন আরেফিন। হিন্দু ব্রাহ্মণ কন্যাকে বিয়ে করেছেন তিনি। ভিনধর্মে এই বিয়ে দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন তিনি। এবার নতুন জুটির সিরিয়ালে ফেরার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর