সদস‍্য বাড়ছে পরিবারে, আবারো মা হতে চলেছেন অনুষ্কা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের পাওয়ার কাপলদের মধ‍্যে অন‍্যতম নাম বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ক্রিকেট ও বিনোদন জগতের মিলন হয় ২০১৭ সালে। ২০২১ এ দুজনের সংসারে আসে ভামিকা। মিষ্টি খুদের ছবি মাস কয়েক আগেই ভাইরাল হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। স্বামী সন্তানকে নিয়ে সুখের সংসার অনুষ্কার।

তবে সম্প্রতি কানাঘুঁষো বলছে, সদস‍্য সংখ‍্যা বাড়তে পারে বিরুষ্কার পরিবারে। আবারো নাকি মা হবেন অনুষ্কা। ভামিকার ছোট্ট এক ভাই বা বোন আসতে চলেছে পরিবারে। সম্প্রতি এমনি খবরে গুঞ্জন শুরু হয়েছে অনুষ্কার অনুরাগী মহলে।


সংখ‍্যাতত্ত্ববিদ সঞ্জয় বি জুমানির দাবি, আবারো সন্তানের জন্ম দিতে পারেন অনুষ্কা। ৩৭-৩৮ বছর বয়সে দ্বিতীয় বারের জন‍্য তাঁর মা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি সঞ্জয়ের। উল্লেখ‍্য, এর আগে তিনিই নাকি প্রথম জানিয়েছিলেন অনুষ্কার মা হতে চলার কথা।

সঞ্জয় বলেন, করোনার আগে অনুষ্কার মা তাঁর কাছে এসেছিলেন। তখনি তিনি জানিয়ে দিয়েছিলেন যে অভিনেত্রী খুব শিগগিরি মা হবেন। কিন্তু অনুষ্কার মা বিশ্বাস করেননি। কিন্তু তাঁর দাবিই সত‍্যি হয়েছিল। করোনা কালের মধ‍্যেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষনা করেন বিরুষ্কা। দ্বিতীয় হিসাব তাঁর মেলে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।

গত বছরের ১১ জানুয়ারি কন‍্যা সন্তানের জন্ম দেন অনুষ্কা। নাম রাখেন ভামিকা। বিরাট অনুষ্কা আগেই জানিয়ে দিয়েছিলেন, মেয়েকে তাঁরা সোশ‍্যাল মিডিয়া, গ্ল‍্যামার জগৎ থেকে দূরেই রাখবেন। এক বছর পর্যন্ত তা রাখতে সক্ষম হলেও সম্প্রতি এক স্পোর্টস চ‍্যানেলের দৌলতে ভাইরাল হয়ে যায় ভামিকার ছবি।

তারপরেই সোশ‍্যাল মিডিয়ায় বার্তায় বিরুষ্কা লেখেন, ‘স্টেডিয়ামে আমাদের মেয়ের ছবি তোলার পর সোশ‍্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আমরা জানাতে চাই যে আমাদের অজান্তেই ছবি তোলা হয়েছে। আমরা বুঝতে পারিনি যে ক‍্যামেরা আমাদের দিকে তাক করা ছিল। কিন্তু আমরা আমাদের পূর্ব বক্তব‍্য থেকে সরছি না। ভামিকার ছবি তোলা বা প্রকাশ না করা হলে আমরা খুশি হব। ধন‍্যবাদ।’

সম্পর্কিত খবর

X