বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের (IPL) অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির (Ms Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK) এবং বিরাট কোহলির (Virat Kohli) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। দুই সেরা অধিনায়কের লড়াইয়ে ধোনিকে টেক্কা দিল বিরাট। আর এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। 90 রানের মারকাটারী ইনিংস খেললেন বিরাট কোহলি।
What a picture, What a moment.!! Virat Kohli & Anushka Sharma ❤️!! pic.twitter.com/50deNd1djS
— Tanuj (@ImTanujSingh) October 10, 2020
এইদিন বিরাট কোহলির ব্যাটের উপর ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 4 উইকেট হারিয়ে 169 রানে পৌঁছে যায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রাক্তন ভারত অধিনায়কের সামনে দুর্দান্ত ইনিংস খেলেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। একেবারে অধিনায়কের মতো সামনে দাঁড়িয়ে থেকে দলকে নেতৃত্ব দিলেন বিরাট কোহলি। গতকালের 90 রানের ইনিংস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বিরাট কোহলির সর্বোচ্চ রান।
Happiness👌❤️!! pic.twitter.com/X1XWLRI18B
— Tanuj (@ImTanujSingh) October 10, 2020
VERY BEAUTIFUL ME THINKS ❤️#ViratKohli #AnushkaSharma #Virushka pic.twitter.com/gEY4cjwyKn
— sanj (@barchiesvirat) October 10, 2020
বিরাট কোহলির সঙ্গে এই মুহূর্তে দুবাইতেই রয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। কিন্তু স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে যান নি তিনি। কিন্তু গতকাল চেন্নাই সুপার কিংস বনাম বেঙ্গালুরু ম্যাচে মাঠে উপস্থিত থেকে বিরাট কোহলিকে চেয়ারআপ করছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। গতকাল বিরাট কোহলি দুর্দান্ত পারফরম্যান্সের পর গর্ভবতী অনুষ্কা শর্মাকে দেখা গেল উঠে দাঁড়িয়ে হাততালি দিতে সেই সঙ্গে বিরাট কোহলিকে উদ্দেশ্য করে ফ্লাইং কিসও দিলেন অনুষ্কা শর্মা। এই দৃশ্য নজর এড়াই নি নেটিজেনদের। মুহূর্তের মধ্যে স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ছবি। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে বিরাট কোহলির লেডিলাক অব্যাহত।