চার বছরের প্রেমের পূর্ণতা, ছক ভেঙে বেগুনি লেহেঙ্গা পরে বিয়ে করলেন আলিয়ার বান্ধবীর দিদি

বাংলাহান্ট ডেস্ক: বিয়ে করলেন মডেল-অভিনেত্রী অনুষ্কা রঞ্জন (anushka ranjan) ও অভিনেতা আদিত‍্য শীল (aditya seal)। মুম্বইয়ে আক্ষরিক অর্থেই তারকাখচিত বিয়ের আসর বসেছিল ২১ নভেম্বর, রবিবারে। এই অনুষ্কা আবার আলিয়া ভাটের প্রিয় বান্ধবী আকাঙ্খা রঞ্জনের দিদিও। প্রথম থেকেই তাই বিয়ের খুঁটিনাটিতে জড়িয়ে ছিলেন ‘গলি বয়’ অভিনেত্রী।

বিয়ের সাজে চিরাচরিত ধ‍্যান ধারনা ভেঙে একেবারে ভিন্ন সাজে সেজেছিলেন কনে অনুষ্কা। লাল লেহেঙ্গার বদলে প‍্যাস্টেল বেগুনি রঙের লেহেঙ্গা চোলি ও হীরের গয়নায় সেজে উঠেছিলেন তিনি। বরের পরনে ছিল হালকা হলুদ রঙা ডিজাইনার শেরওয়ানি ও মাথায় সাদা পাগড়ি। সেই থিমের সঙ্গে সাদৃশ‍্য রেখেই সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের আসর।

anushka ranjan aditya seal wedding 1637554572161 1637554578826
বলিউড তারকাদের ঢল নেমেছিল বিয়েতে। এসেছিলেন আলিয়া ভাট, বাণী কাপুর, ভূমি পেডনেকর, ক্রিস্টাল ডিসুজা, রিয়া চক্রবর্তী, আথিয়া শেট্টিরা। অনুষ্কা আদিত‍্যর বিয়ের ছবিতেই এখন ছয়লাপ হয়ে রয়েছে সোশ‍্যাল মিডিয়া।

Anushka Ranjan Alia Bhatt and Aditya Seal

https://www.instagram.com/reel/CWi2UTHqTYS/?utm_medium=copy_link

https://www.instagram.com/reel/CWiiAlEqPCD/?utm_medium=copy_link

সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে নব বিবাহিতা অনুষ্কা জানান, বিয়ের ঠিক পরেই হানিমুনে যেতে চান তাঁরা। টিকিটও বুক করা হয়ে গিয়েছে তাঁদের। কিন্তু দুর্ভাগ‍্যবশত তাঁদের ফ্লাইট বাতিল হয়ে যায়। তবে অন‍্য তারিখে বুক করার সুবিধা দেওয়া হয়েছে। অনুষ্কা জানান, বাধ‍্য হয়ে অন‍্য জায়গার জন‍্য টিকিট বুক করেন তাঁরা। কিন্তু সেখানে আবার ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে আগে। শেষমেষ হানিমুনের প্ল‍্যান বাতিলই করে দিয়েছেন তাঁরা আপাতত। একেবারে নববর্ষেই হয়তো ঘুরতে যেতে পারেন তাঁরা।

pjimage 2021 11 21T211712.153

https://www.instagram.com/p/CWi1LJJqxW6/?utm_medium=copy_link

গত চার বছর ধরে সম্পর্কে ছিলেন অনুষ্কা ও আদিত‍্য। ২০১৯ সালে প‍্যারিসে আদিত‍্যই প্রথম বিয়ের প্রস্তাব দেন অনুষ্কাকে। বাত্তি গুল মিটার চালু ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। অপরদিকে তুম বিন ২, স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ এবং ইন্দু কি জওয়ানি ছবিতে কাজ করেছেন আদিত‍্য।

Niranjana Nag

সম্পর্কিত খবর