ফারুকের মন্তব্যের পাল্টা জবাব দিলেন অনুষ্কা শর্মা, বললেন চা নয় আমি কফি খায়।

প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার মন্তব্য করেছিলেন যে জাতীয় নির্বাচন কি বিরাট ঘরনি অনুষ্কা শর্মার জন্য চা নিয়ে আসেন? আর তার এমন মন্তব্যের ফলে তোলপাড় পড়ে যায় ভারতীয় ক্রিকেট মহল, এই মন্তব্য ঘিরে একের পর এক বিতর্ক সৃষ্টি হয়। তবে ফারুকের এমন মন্তব্য শুনে চুপ করে থাকেন নি বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। ফারুকের মন্তব্যের পাল্টা দিলেন অনুষ্কা।

ফারুক বলেন যে গত বিশ্বকাপ চলাকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার জন্য চায়ের কাপে বয়ে দিয়েছিলেন ভারতীয় নির্বাচকরা। ফারুকের এমন মন্তব্যের পর থেকে একের পর এক বির্তকের সৃষ্টি হতে থাকে ভারতীয় ক্রিকেট মহলে। অনেকের মুখে অনেক রকম কথা শোনা যায়। এমনকি ফারুক ‘মিকি মাউস কমিটির’ সাথেও তুলনা করেন ভারতের জাতীয় নির্বাচনদের।

IMG 20191101 102238

কিংবদন্তি ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানের এমন মন্তব্য শুনে চুপ করে থাকেন নি বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা, ফারুকের মন্তব্যের পাল্টা জবাব দিলেন ভারতের ফার্স্ট লেডি অনুষ্কা।

এইদিন বিরাট পত্নী অনুষ্কা শর্মা সোশ্যাল সাইটে মুখ খুললেন এবং সেখানেই তিনি ফারুকের মন্তব্যের উপযুক্ত জবাব দিলেন। এইদিন অনুষ্কা লেখেন আমি চুপচাপ থাকি তাই বলে আমার চুপ থাকাটা যদি কেউ আমার দুর্বলতা ভেবে থাকে তাহলে সেটা তার খুব বড় ভুল। এছাড়া ওইদিন ফারুক ইঞ্জিনিয়ারের সেই দাবির প্রসঙ্গে অনুষ্কা শর্মা বলেন যে বিশ্বকাপের মাত্র একটা ম্যাচ আমি দেখতে গিয়েছিলাম এবং ম্যাচটাতে আমি ফ্যামিলি সিটে বসেছিলাম। নির্বাচনদের সাথে আমার কোনরকম যোগাযোগ হয়নি আমার। অপরদিকে তিনি এটাও বলেন যে আমি সেই ম্যাচ দেখতে গিয়ে স্টেডিয়ামে কফি খেয়েছিলাম চা নয় অর্থাৎ ফারুক ইঞ্জিনিয়ার এর বক্তব্য পুরোটাই মনগড়া এবং মিথ্যা।

Udayan Biswas

সম্পর্কিত খবর