মায়ের গাল ধরে আদর ছোট্ট ভামিকার, বিবাহ বার্ষিকী স্পেশ‍্যাল ডিনারের ছবি শেয়ার করলেন অনুষ্কা

   

বাংলাহান্ট ডেস্ক: একসঙ্গে পথ চলার চার বছর। শনিবার চতুর্থ বিবাহ বার্ষিকী উদযাপন করলেন বিরাট কোহলি (virat kohli) ও অনুষ্কা শর্মা (anushka sharma)। এ বছরে তাঁর বিবাহ বার্ষিকী অনেকটাই বেশি স্পেশ‍্যাল। কারণ এবারে তাঁদের সংসারে যোগ হয়েছে আরো এক নতুন সদস‍্য। বিরুষ্কা নয়নের মণি, ভামিকা। এই প্রথম বার মেয়েকে নিয়ে বিবাহ বার্ষিকী পালন করলেন তাঁরা।

শনিবার রাতে বিবাহ বার্ষিকী স্পেশ‍্যাল ডিনারের একটি ছবি শেয়ার করেন অনুষ্কা। টেবিলে ঢাকা দেওয়া খাবারের পাশে রাখা মোমবাতি ও বেশ কয়েকটি ফুলের তোড়া। স্বামীর সঙ্গে ক‍্যান্ডেল লাইট ডিনারের এই ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। পাশাপাশি একে অপরের জন‍্য মিষ্টি শুভেচ্ছা বার্তাও দিয়েছেন বিরুষ্কা।

virat anushka 54
অনুষ্কার ইনস্টা হ‍্যান্ডেলে দেখা গেল যুগলের একগুচ্ছ ছবি। কোনো কোনোটিতে তাঁদের সঙ্গে রয়েছে মেয়ে ভামিকাও। অপরদিকে বিরাটের শেয়ার করা ছবিতে দেখা গেল, মায়ের গাল ধরে আদর করছে ছোট্ট ভামিকা। তবে কোনো ছবিতেই মেয়ের মুখ দেখাননি তাঁরা।

https://www.instagram.com/anushkasharma/p/CXVnyF-MESj/?utm_medium=copy_link

এদিন বিরাটের জন‍্য অনুষ্কা একটি লম্বা বার্তায় লেখেন, ‘এই জগতে তোমার মতো একজন মানুষ হওয়ার জন‍্য অনেকটা সাহস দরকার হয়। ধন‍্যবাদ আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন‍্য যখন আমার এটা দরকার ছিল আর তোমার জন‍্য মন খোলা রাখার জন‍্য। দুজনেই যখন সুরক্ষিত থাকবে তখনি বিয়ের মধ‍্যে ভারসাম‍্য বজায় থাকবে। আমি আগেও বলেছি, যারা তোমাকে সত‍্যি সত‍্যি চেনে তোমার সমস্ত সাফল‍্যের পেছনে থাকা সত্ত্বাকে, সমস্ত ষড়যন্ত্র কাটিয়ে ওঠা মানুষটাকে, তারা সত‍্যিই ভাগ‍্যবান।’

Screenshot 2021 12 12 13 22 03 569 com.instagram.android

https://www.instagram.com/virat.kohli/p/CXVsDPotqA4/?utm_medium=copy_link

বিরাট পালটা বার্তায় অনুষ্কাকে ধন‍্যবাদ দিয়েছেন এই চার বছর ধরে তাঁর বোকা বোকা ইয়ার্কিগুলো ধৈর্য ধরে শোনার জন‍্য। তিনি যেমন তাঁকে তেমন ভাবে ভালবাসার জন‍্য। এই চার বছরের মধ‍্যে ঈশ্বরের শ্রেষ্ঠ আশীর্বাদ হিসেবে তাঁদের জীবনে এসেছে ভামিকা। বিরাট এও বলেছেন, অনুষ্কা তাঁকে অনুপ্রেরণা দিয়েছেন সঠিক পথে চলতে, তাতে যদি গোটা দুনিয়া বিরুদ্ধে চলে যায় যাক। বিরাটের কথায়, ‘এই দিনটা আরো বেশি বিশেষ কারণ এটা পরিবার হিসাবে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, জীবনটা সম্পূর্ণ হয়েছে এই মিষ্টিটাকে পেয়ে।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর