কোঁকড়া চুলে ছোট্ট ছোট্ট ঝুঁটি বেঁধে খেলায় মগ্ন ভামিকা, বাবা-মেয়ের মিষ্টি ছবি তুললেন অনুষ্কা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিরাট কোহলি (virat kohli) ও অনুষ্কা শর্মার (anushka sharma) একরত্তি মেয়ে ভামিকা, বলিউডের নতুন তারকা সন্তান। গত জানুয়ারিতেই মায়ের কোল আলো করে এসেছিল ছোট্ট রাজকন‍্যা। এক নিমেষে বদলে গিয়েছিল ‘বিরুষ্কা’র গোটা জগৎ। কাজ বাদে মেয়েকে নিয়েই প্রায় সারাটা দিন কেটে যায় দুজনের।

এখনো পর্যন্ত মেয়ের মুখের ছবি প্রকাশ‍্যে না আনলেও টুকটাক ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে নেন অনুষ্কা। কখনো একরত্তিকে বাবার সঙ্গে খেলতে দেখা যায় আবার কখনো মাকে আদর করতে দেখা যায় ভামিকাকে। সম্প্রতি আরো একটি ছবি ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী।


সেখানে বাবার সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছে ভামিকাকে। নানান রঙের বলে ভরা বেবি ক্র‍্যাডলে বসে রয়েছে খুদে। চুলে ছোট্ট ছোট্ট দুটো ঝুঁটি বেঁধেছে সে। ভামিকার দিকে তাকিয়ে হাসছেন বিরাট। বাবা মেয়ের এই মিষ্টি মুহূর্তটি লেন্সবন্দি করার লোভ সামলাতে পারেননি অনুষ্কা। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার গোটা জগৎ একটা ফ্রেমে’।

গত ১১ জানুয়ারি কন‍্যা সন্তানের জন্ম দেন অনুষ্কা। এরপরেই বিরাটের ভাই বিকাশ কোহলি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে ছোট্ট ছোট্ট দু পায়ের ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানান বিরাট অনুষ্কাকে। সঙ্গে ক‍্যাপশনে লেখেন, ‘বাঁধভাঙা আনন্দ। বাড়িতে পরী এসেছে।’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। সংবাদ মাধ‍্যমে প্রকাশিত হতে থাকে বিরাট অনুষ্কার সদ‍্যোজাতের প্রথম ভিডিও বলে।

https://www.instagram.com/p/CVKserNswrb/?utm_medium=copy_link

এরপরেই বিষয়টি  খোলসা করেন বিকাশ কোহলি। তিনি জানান, ভিডিওটি ও ছবিটি একেবারেই সাংকেতিক। সদ‍্যোজাত‍র পায়ের ছবি পোস্ট করেননি তিনি। শুধু তাই নয়, একটি ভুয়ো ছবিও ভাইরাল হয় অনুষ্কা ও বিরাটের সদ‍্যোজাতের। উল্লেখ‍্য, এর আগেই বিরাট অনুষ্কা জানিয়েছিলেন তাঁদের সন্তানকে সোশ‍্যাল মিডিয়ায় আনতে চান না তাঁরা।

সম্পর্কিত খবর

X