এই ছবিই ভাগ্য বদলাতে পারত অনুষ্কার, শেষে দীপিকা যা করেন… বিষিয়ে যায় সম্পর্ক

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং দীপিকা পাডুকোন। দুজনেই নিজ নিজ দক্ষতায় ইন্ডাস্ট্রিতে জায়গা পাকা করেছেন। দুই নায়িকার মধ্যে একটি মিল রয়েছে। তাঁরা দুজনেই বলিউডে ডেবিউ করেন শাহরুখ খানের সঙ্গে। প্রথম ছবিই সুপারহিট হয়েছিল দুজনের। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি কাউকেই। তবে অচিরেই অনুষ্কা (Anushka Sharma) এবং দীপিকার মধ্যে যে ঠাণ্ডা লড়াই শুরু হয়েছিল সেটাও কারোর অজানা নয়। কিন্তু তাঁদের এই ক্যাটফাইটের নেপথ্যে কারণ কী ছিল জানেন? কবে থেকে শুরু হয় দুজনের মধ্যে মনোমালিন্য?

অনুষ্কা (Anushka Sharma) এবং দীপিকার ক্যাটফাইট

বিতণ্ডার সূত্রপাত একটি সিনেমা থেকে। অয়ন মুখার্জী পরিচালিত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটি বক্স অফিসে দারুণ হিট হয়েছিল। বিশেষ করে রণবীর দীপিকার অনস্ক্রিন রসায়ন দর্শকদের খুবই পছন্দ হয়েছিল। অথচ জানা যায়, এই ছবির জন্য নাকি প্রথমে অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) প্রস্তাব দিয়েছিলেন পরিচালক।

আরো পড়ুন : বিয়ে করলে দেবকেই করব, এল বিশেষ আবদার, রুক্মিনী কি তবে বাদ?

এখান থেকেই শুরু বিতর্ক

আসলে সে সময়ে সদ্য বিচ্ছেদ হয়েছে রণবীর দীপিকার। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন তাঁরা। তারপর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তাই অনুষ্কাকেই (Anushka Sharma) প্রথম এই ছবির অফার দিয়েছিলেন অয়ন। কিন্তু তারপর দীপিকা রাজি হয়ে যাওয়াতে অনুষ্কাকে (Anushka Sharma) বাতিল করে দেন তিনি। বিষয়টি ভালো ভাবে নেননি অভিনেত্রী। অনেকেই মনে করেন, এর থেকেই রেষারেষি শুরু হয় অনুষ্কা (Anushka Sharma) এবং দীপিকার।

আরো পড়ুন : টিআরপি বাড়াতে মোক্ষম চাল, কৌশিকীকে বাঁচাতে গিয়ে গর্ভের সন্তানকে বলি দেবে জগদ্ধাত্রী!

হিট হয়েছিল ছবিটি

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ঝড় তুলেছিল বক্স অফিসে। দীপিকার কেরিয়ারে অন্যতম সফল ছবি এটি। মাত্র ৪০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল এই ছবি। কিন্তু ভারতীয় বক্স অফিসে ১৯০ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি আর সারা বিশ্বে প্রায় ৩২০ কোটি টাকা আয় করেছিল ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি।

Anushka Sharma

এই একটি ছবি অনুষ্কার কেরিয়ারে বড় মাইলফলক হতে পারত। কিন্তু দীপিকার কারণে অফার হারান তিনি। তবে এ বিষয়ে কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করতে শোনা যায়নি অনুষ্কা বা দীপিকাকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর