‘তামাশা’তে তিনিই ছিলেন প্রথম পছন্দ, দক্ষিণী ছবির লোভনীয় অফার পেয়েও ফিরিয়েছেন অনুষ্কা শর্মা!

বাংলাহান্ট ডেস্ক: বলিউড (Bollywood) জগতের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা(Anushka Sharma)। তাঁর অভিনয় বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির(Virat Koholi) সঙ্গে বিবাহিত জীবন অতিবাহিত করছেন অভিনেত্রী। বর্তমানে সন্তানের মা হয়েছেন তিনি। সুখেই কাটছে অভিনেত্রীর জীবন। ২০০৮ সালে আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মসের হাত ধরে ‘রব নে বানা দি জোড়ি’ সিনেমায় অভিনয় করে বলিউড জগতে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা গেছে শাহরুখ খানকে(Shah Rukh Khan)।

প্রথম ছবিতে অভিনয় করেই দর্শকের মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী। তারপর একের পর এক ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১০ সালে রোমান্টিক সিনেমা ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তাঁর বিপরীতে দেখা গেছে রণবীর সিং-কে। সকল অভিনেত্রীকে পেছনে ফেলে জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। তবে জানেন কি জনপ্রিয় এই অভিনেত্রী একাধিক সিনেমায় সুযোগ পাওয়া সত্ত্বেও হাতছাড়া করেছেন সমস্ত ছবি।

745x489 img 13773 anushka sharma instagramatanushkasharma 

‘পিকে’ ছবিতে কাজ করার সুযোগ এসেছিল অনুষ্কা শর্মার কাছে। কিন্তু প্রথমে এই ছবিতে কাজ করতে রাজি ছিলেন না অভিনেত্রী। তবে পরবর্তীতে ছবিতে কাজ করার জন্য রাজি হয়ে যান তিনি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা গেছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। এছাড়াও ছবিতে রয়েছেন আমির খান।

anushka sharma in sultan featured 1920x1080 1

হৃত্বিক রোশনের বিপরীতে কাজ করার জন্য সুযোগ এসেছিল অভিনেত্রী অনুষ্কা শর্মার কাছে। ‘বার বার দেখো’ ছবিতে কাজের অফার এসেছিল কিন্তু সেই ছবিতে কাজ করেননি অভিনেত্রী। এরপর ‘তামাশা’ ছবিতে কাজ করারও সুযোগ এসেছিল। কিন্তু রণবীর কাপুরের বিপরীতে কাজ করতে চাননি অনুষ্কা শর্মা। সে কারণেই ফিরিয়ে দেন অফার। তাঁর জায়গায় এই ছবিতে কাজ করেন দীপিকা পাড়ুকোন। এমনকি দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর একটি ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করার জন্য সুযোগ এসেছিল তাঁর কাছে। কিন্তু সেই সুযোগও ফিরিয়ে দেন তিনি।

additiya

সম্পর্কিত খবর