ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat) প্যারিস অলিম্পিক ২০২৪ থেকে বহিষ্কৃত ঘোষণা করার পরে দেশজুড়ে সৃষ্টি হয়েছে ক্ষোভের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভক্ত থেকে শুরু করে একাধিক তারকারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) প্রশংসা করেছেন এবং তাঁকে উৎসাহিত করেছেন। এদিকে, অনুষ্কা শর্মাও ভিনেশ ফোগাটের জন্য একটি পোস্ট করেছেন।
ভিনেশ ফোগাটকে ৫০ কেজি মহিলা কুস্তি চ্যাম্পিয়নশিপ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। কারণ তাঁর ওজন নির্ধারিত মানের চেয়ে ১০০ গ্রাম বেশি ছিল। এটি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকেও একটি বড় ধাক্কা দিয়েছে। ৭ অগাষ্ট বুধবার সকালে ওজন করা হলে ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি হয়। তবে, বাড়তি ওজন কমাতে একদিন আগে থেকেই কঠোর পরিশ্রম করেছিলেন ভিনেশ ফোগাট। তাঁর ওজন ছিল দুই কেজি বেশি, যা কমাতে তিনি সারা রাত ঘুমানওনি।
ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat) ৫০ কেজি মহিলা কুস্তি চ্যাম্পিয়নশিপ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে
কখনও তিনি সাইকেল চালিয়েছেন আবার কখনও লাফালাফি করেছেন। কিন্তু তারপরও তা ১০০ গ্রাম বেশি থেকে গিয়েছে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের ফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করেছিলেন ভিনেশ ফোগাট। তিনি অলিম্পিক ফাইনালে পৌঁছে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হয়েছিলেন। সেমিফাইনালে কিউবার ইউসনিলিস গুজম্যানকে ৫-০ গোলে পরাজিত করেন তিনি।
অনুষ্কা শর্মা ভিনেশ ফোগাটকে উৎসাহিত করে একটি দীর্ঘ বার্তা লিখেছেন। তিনি বর্তমানে লন্ডনে রয়েছেন। অভিনেত্রী ও অকায় ছেলের জন্মের আগে লন্ডনে চলে আসেন এবং তখন থেকেই সেখানে বসবাস করছেন। সঙ্গে রয়েছেন স্বামী বিরাট কোহলিও। অনুষ্কা শর্মা ইনস্টাগ্রাম স্টোরিতে ভিনেশ ফোগাটের জন্য একটি হৃদয়-ছোঁয়া পোস্ট লিখেছেন। তিনি লিখেছেন, ‘আমরা সবাই ভেঙে পড়েছি। আমি ভাবতেও পারছি না তিনি কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছ। তুমি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। তুমি একজন ভারতীয় হিসাবে আমাদের গর্বিত করেছ।’