অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মনোমালিন‍্য? বিরাটকে দুবাইতে রেখে মেয়েকে নিয়ে মুম্বই ফিরলেন অনুষ্কা

বাংলাহান্ট ডেস্ক: আইপিএল চতুর্দশ তম সিজনের দ্বিতীয় পর্বের মুখেই বড় ঘোষনা করেছিলেন বিরাট কোহলি (virat kohli)। টি২০ ক্রিকেটে ভারতীয় দলকে আর নেতৃত্ব দেবেন না বিরাট কোহলি। আগামী টি২০ বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আর থাকবেন না তিনি। নেটমাধ‍্যমে এমনি ঘোষনা করেছিলেন বিরাট। ঠিক এরপরেই আইপিএল শুরু হতেই দুবাই ছেড়ে মুম্বইয়ে ফিরে এলেন স্ত্রী অনুষ্কা শর্মা (anushka sharma)।

গত জুন মাস থেকেই দেশের বাইরে ছিলেন অভিনেত্রী। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে জুন মাসে ইংলন্ডে উড়ে গিয়েছিলেন বিরাট, অনুষ্কা ও মেয়ে ভামিকা। সেখান থেকে আইপিএল শুরু হতে দুবাই পাড়ি দেন তাঁরা। এই তিন মাস বিরাটের সঙ্গে সঙ্গে থাকলেও হঠাৎ কথা নেই বার্তা নেই মেয়েকে নিয়ে মুম্বই ফিরে এসেছেন অনুষ্কা।

virat anushka 54
এদিন তাঁর ইনস্টা স্টোরিতে উঠে এসেছে মুম্বইয়ের অ্যাপার্টমেন্ট থেকে তোলা সমুদ্রের ছবি। অভিনেত্রী নিজেই জানিয়েছেন দেশে ফিরেছেন তিনি। অপরদিকে আইপিএল চলায় এখনো দুবাইতে রয়েছেন স্বামী বিরাট। আগামী ১৫ অক্টোবর শেষ হবে আইপিএল। এতদিন বিদেশ থেকে একাধিক ছবি, ভিডিও শেয়ার করেছেন অনুষ্কা।

এমনকি মেয়ে ভামিকার ছয় মাসের জন্মদিনও ইংলন্ডেই পালন করেছেন বিরুষ্কা জুটি। কয়েকটি মিষ্টি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘ওর একটা হাসি আমাদের গোটা দুনিয়াটা বদলে দিতে পারে। আশা করি যে ভালবাসা নিয়ে তুমি আমাদের দিকে তাকাও সেটা নিয়েই আমরা বেঁচে থাকতে পারি। আমাদের তিনজনকেই ছয় মাসের শুভেচ্ছা।’

anushka sharma talks about not engaging kid in social media main
সদ‍্য ভারতীয় ক্রিকেট দলের টি ২০ অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষনা করেছেন বিরাট। ঠিক তার পরপরই রয়‍্যাল চ‍্যালেঞ্জারস ব‍্যাঙ্গালোরের অধিনায়কের পদও ছাড়ার ঘোষনা করেছেন তিনি। আইপিএলের চলতি সিজন শেষ হলেই সিদ্ধান্ত কার্যকর করবেন তিনি। পরিবারের চাপেই নাকি এই সিদ্ধান্ত নিতে বাধ‍্য হয়েছেন বিরাট, এমনি গুঞ্জন শোনা গিয়েছিল বিভিন্ন মহলে। ঠিক এর পরপরই আচমকা স্বামীকে ছেড়ে অনুষ্কার দেশে ফিরে আসার ঘটনায় সেই গুঞ্জন আরো তীব্র হয়েছে। যদিও হঠাৎ তাঁর এই প্রত‍্যাবর্তনের কারণ কী তা জানা যায়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর