বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরে যে বলিউড তারকারা মা হয়েছেন তাঁদের মধ্যে অন্যতম অনুষ্কা শর্মা (anushka sharma)। জানুয়ারি মাসেই বিরুষ্কার সংসারে এসেছে লক্ষ্মী। আর দু মাস পরেই এক বছরে পড়বে ছোট্ট ভামিকা। এখনো কোনো ছবির শুটিং শুরু না করলেও ফটোশুট করছেন অনুষ্কা। মা হওয়ার পরেও দারুন ভাবে নিজের ফিগারের দেখভাল কলে চলেছেন তিনি।
কিন্তু প্রথম প্রথম বিষয়টা এমন ছিল না। অনুষ্কা চিন্তিত ছিলেন যে নিজের শরীরকে তিনি ঘৃণা করবেন না তো? মা হওয়ার পরে স্বাভাবিক নিয়মেই মেয়েদের শরীরে বাহ্যিক ভাবে অনেক পরিবর্তন আসে। অনেকের শরীরে বেবি ফ্যাট জমে, স্ট্রেচ মার্কস দেখা দেয়। সমাজের কাছে এটা মেয়েদের ‘কুৎসিত’ রূপ।
এই ধ্যান ধারনার বিরুদ্ধেই সরব হয়েছেন অনুষ্কা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, মেয়েরা অন্তঃসত্ত্বা হওয়ার আগে, মা হওয়ার আগে থেকে সমাজ তাদের উপর চাপ সৃষ্টি করে সুন্দর দেখানোর জন্য। সন্তান হওয়ার পর তো কথাই নেই। অনুষ্কা জানান, তিনি কখনোই আত্মকেন্দ্রিক ছিলেন না। কিন্তু এসব দেখে শুনে তাঁর মনেও ভয় জমেছিল, নিজের শরীরকেই তিনি ঘৃণা করবেন না তো?
অভিনেত্রী আরো বলেন, “আমার শরীর আর আগের মতো নেই। আগে যেমন টোনড ছিল তেমন নেই। আমি ওয়ার্ক আউট করি কারণ আমি ফিট থাকতে ভালবাসি। নিজের শরীর নিয়ে আগের থেকেও বেশি আত্মবিশ্বাসী আমি। এটা আমি বুঝে গিয়েছি যে এটা শুধুই নিজের মনের ব্যাপার। কেমন দেখতে লাগছে তাতে কিছুই যায় আসে না।”
এখন আর নিজের পুরনো ছবির সঙ্গে এখনকার লুকের তুলনা করেন না অনুষ্কা। তিনি চান না ভামিকাও বড় হয়ে সমাজের এই ধ্যান ধারনাকে পাত্তা দিক। মেয়েকে এখন থেকেই সেভাবে মানুষ করবেন তিনি। যদিও এখন সে খুবই ছোট। আগামী জানুয়ারিতে এক বছর পূর্ণ হবে ভামিকার।