বাংলাহান্ট ডেস্ক: টি ২০ বিশ্বকাপে একের পর লজ্জাজনক হার হচ্ছে ভারতের। বিরাট কোহলির (virat kohli) অধিনায়কত্বে এই প্রথম বার পাকিস্তানের কাছে হারল ভারত। তারপর নিউ জিল্যান্ডের কাছেও হার স্বীকার করতে হয়েছে কোহলির দলকে। নেটদুনিয়ায় চরম ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বিরাটকে। এর মাঝে খবর মিলল ব্যাট হাতে মাঠে নেমে পড়েছেন অনুষ্কা শর্মাও (anushka sharma)।
কি ভাবছেন স্বামীর দুর্দশা দেখে নিজেই অভিনয় ছেড়ে ক্রিকেট ধরলেন বিরাট গৃহিণী? না, এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। অনুষ্কা শর্মা ক্রিকেট খেলছেন বটে তবে ইনি বিরাটের স্ত্রী অভিনেত্রী অনুষ্কা নন। অনুর্দ্ধ ১৯ মহিলা ওয়ান ডে চ্যালেঞ্জার ট্রোফির জন্য ভারতীয় দলের একজন ক্রিকেটারের নাম অনুষ্কা শর্মা।
৩ রা নভেম্বর থেকে জয়পুরে শুরু হল ম্যাচ। বোর্ড অফ ক্রিকেট কাউন্সিলের তরফে লাইভ ম্যাচের স্কোর টুইট করা হচ্ছে। সেখানেই একটি টুইটে লেখা হয়, অনুষ্কা শর্মা ৮৮ বলে ৫২ রান করেছেন। টুইটটি দেখে প্রথমে হতভম্ব নেটিজেনরা বিশ্বাসই করতে পারেনি অনুষ্কা শর্মা নামেও একজন ক্রিকেটার রয়েছে। ব্যস, নেটনাগরিকদের আর পায় কে!
সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে হাস্যকর ট্রোল, মিমে। কোনোটায় অনুষ্কা শর্মার স্কোর দেখে সতীর্থদের বিরাট জিজ্ঞাসা করছেন, ‘তোমরা বলোনি অনুষ্কা ম্যাচ খেলতে গিয়েছে। ভামিকা ওদিকে কাঁদছে!’ অপর একটি টুইটে খেলার মাঠে বিরাটের কয়েকটি ছবির কোলাজ করে লেখা হয়েছে, ‘আরে ও ক্রিকেট খেলা কবে শুরু করল?’ সব মিলিয়ে বিষয়টাকে বেশ মজার ছলেই নিয়েছে নেটিজেনরা।
https://twitter.com/45kusha/status/1455427828787339266?t=sOYNFFGvIUzAE_viaU0Wlg&s=19
অতি সম্প্রতি যদিও নেটনাগরিকদের একাংশের কদর্য আক্রমণের শিকার হতে হয়েছিল বিরাট অনুষ্কাকে। মহম্মদ শামিকে সমর্থনের জন্য সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি পেল বিরুষ্কার একরত্তি শিশুও। কুরুচিকর ভাষায় আক্রমণ করা হল বিরুষ্কার মেয়েকে।
https://twitter.com/UN_PrEdiTAble/status/1455418127253078017?t=lvH0WymgisG5tcHmHpSRQg&s=19
ঘটনার প্রতিবাদে সরব হয়েছে শুভবুদ্ধিসম্পন্নরা। দিল্লি মহিলা কমিশনও গোটা ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দিল্লি মহিলা কমিশনের চেয়ার পার্সন স্বাতী মালিওয়াল দিল্লি পুলিসের কাছে আবেদন করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে। এই মর্মে দিল্লি পুলিসের উদ্দেশে নোটিসও জারি করা হয়েছে।