আদরের ‘ভামিকা’, মেয়ের প্রথম ছবি প্রকাশ‍্যে আনলেন বিরাট-অনুষ্কা, মুহূর্তে ভাইরাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই সুখবর দিয়েছেন বিরাট কোহলি (virat kohli) ও অনুষ্কা শর্মা (anushka sharma)। তাঁদের ঘর আলো করে এসেছে নতুন সদস‍্য। গত ১১ জানুয়ারি ফুটফুটে কন‍্যাসন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। জন্মের পর থেকেই কড়া নিরাপত্তা ঘিরে রেখেছিল এই নতুন তারকা সন্তানকে। এমনকি পাপারাৎজিকেও বলা হয়েছিল খুদের ছবি (photo) না তোলার জন‍্য।

অবশেষে নিজেরাই মেয়ের প্রথম ছবি প্রকাশ‍্যে আনলেন বিরাট ও অনুষ্কা। সোশ‍্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে প্রথম ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে মেয়ের নামও প্রকাশ‍্যে এনেছেন তাঁরা। ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে দু হাতে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অনুষ্কা। পাশে হাসিমুখে বিরাট। পেছনে সাজানো প্রচুর বেলুন।


ক‍্যাপশনে অনুষ্কা লিখেছেন, ‘আমরা দুজন ভালবাসা, কৃতজ্ঞতার সঙ্গে একসাথে থেকেছি কিন্তু ভামিকা সেটা অন‍্য পর্যায়ে নিয়ে গিয়েছে। এক মিনিটের মধ‍্যে মাঝে মাঝে কান্না, হাসি, চিন্তা, আশীর্বাদ সবই অনুভব করা যায়। চোখে ঘুম কম কিন্তু আমাদের হৃদয় পরিপূর্ণ। সবাইকে শুভকামনা, প্রার্থনার জন‍্য অনেক ধন‍্যবাদ।’

ছোট্ট ভামিকার প্রথম ছবি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। তবে এখনো মেয়ের মুখ দেখাননি বিরাট অনুষ্কা। অনুরাগীরা শুভেচ্ছা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন এই পোস্ট। ইতিমধ‍্যেই ছবিতে লাইক ছাড়িয়েছে ২ লক্ষ।

https://www.instagram.com/p/CKvOEpOpEG_/?igshid=k1rklfqf4meh

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি কন‍্যা সন্তানের জন্ম দেন অনুষ্কা। এরপরেই বিরাটের ভাই বিকাশ কোহলি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে ছোট্ট ছোট্ট দু পায়ের ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানান বিরাট অনুষ্কাকে। সঙ্গে ক‍্যাপশনে লেখেন, ‘বাঁধভাঙা আনন্দ। বাড়িতে পরী এসেছে।’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। সংবাদ মাধ‍্যমে প্রকাশিত হতে থাকে বিরাট অনুষ্কার সদ‍্যোজাতের প্রথম ভিডিও বলে।

এরপরেই বিষয়টি  খোলসা করেন বিকাশ কোহলি। তিনি জানান, ভিডিওটি ও ছবিটি একেবারেই সাংকেতিক। সদ‍্যোজাত‍র পায়ের ছবি পোস্ট করেননি তিনি। শুধু তাই নয়, একটি ভুয়ো ছবিও ভাইরাল হয় অনুষ্কা ও বিরাটের সদ‍্যোজাতের। উল্লেখ‍্য, এর আগেই বিরাট অনুষ্কা জানিয়েছিলেন তাঁদের সন্তানকে সোশ‍্যাল মিডিয়ায় আনতে চান না তাঁরা।

X