ভারতীয় সংষ্কৃতির পরিপন্থী, বেবি বাম্প নিয়ে ফটোশুট করে নেটজনতার রোষের মুখে অনুষ্কা

   

বাংলাহান্ট ডেস্ক: এই মাসেই নতুন সদস‍্য আসতে চলেছে বিরাট কোহলি (virat kohli) ও অনুষ্কা শর্মার (anushka sharma) পরিবারে। প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অনুষ্কা। চলছে প্রেগনেন্সির শেষ পর্যায়। কিছুদিন আগেই এক জনপ্রিয় ফ‍্যাশন ম‍্যাগাজিনের জন‍্য বেবি বাম্প (baby bump) নিয়ে ফটোশুট (photoshoot) করেছিলেন অনুষ্কা। এবার তার জন‍্যই তুমুল ট্রোল হতে হল অভিনেত্রীকে।

গর্ভাবস্থায় এমন ফটোশুট ভারতীয় সংষ্কৃতির পরিপন্থী। একজন ভারতীয় হয়ে অনুষ্কা এমনটা কিভাবে করতে পারলেন প্রশ্ন তুলেছে নেটজনতা। শুধু তাই নয়, সন্তানের জন্মের আগেই তাকে নিয়ে ব‍্যবসা শুরু করেছেন বলে ‘স্বার্থপর’ তকমাও দেওয়া হয়েছে অনুষ্কাকে। এমনকি এই ধরনের ফটোশুট করে তিনি জনপ্রিয় মডেল গিগি হাদিদকে নকল করেছেন বলে কটাক্ষ করেছেন অনেকে।

Anushka Sharma Vogue india 2020 cover hermes swimsuit 1366x768 1
সম্প্রতি বেবি বাম্প (baby bump) নিয়েই জনপ্রিয় ফ‍্যাশন ম‍্যাগাজিনের (magazine) জন‍্য ফটোশুট (photoshoot) সারেন অনুষ্কা। জনপ্রিয় ফ‍্যাশন ম‍্যাগাজিন ভগ ইন্ডিয়ার (vogue india) জন‍্য এই বিশেষ ফটোশুট করেন অনুষ্কা। ছবিটি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করে তিনি লেখেন, ‘আমার নিজের জন‍্য এই ফটো তোলা, সারা জীবনের জন‍্য।’ ছবিটি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায়।

IMG 20210104 131320

স্বামী বিরাটের সঙ্গেই নতুন বছরকে স্বাগত জানান অনুষ্কা। এদিন একটি ঘরোয়া পার্টির আয়োজন করেন সেলেব জুটি। পার্টিতে নাতাশা স্ট‍্যানকোভিচ ও হার্দিক পাণ্ডিয়াও আমন্ত্রিত ছিলেন। সেই পার্টির ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেন অনুষ্কা ও বিরাট।

এদিন কালো ও সাদা প্রিন্টের একটি শর্ট ড্রেস পরেছিলেন অনুষ্কা। প্রেগনেন্সির শেষ পর্যায়ে এসে গ্ল‍্যামার যেন উপচে পড়ছে অভিনেত্রীর। হাসি মুখে বিরাটের পাশে ক‍্যামেরার জন‍্য পোজ দিয়েছেন তিনি। তুমুল ভাইরাল হয় সেই সব ছবি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর