এই বিশেষ মানবকল্যাণ মূলক উদ্যোগে একসাথে যুক্ত হলেন কোহলি ও অনুস্কা! কুর্নিশ জানাচ্ছেন ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তারা বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় দম্পতি। এবার বলিউডের তারকা অভিনেত্রী অনুস্কা শর্মা (Anushka Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) একসাথে একটি বড় কাজে নামলেন। তারা তাদের নিজ নিজ ফাউন্ডেশন, অর্থাৎ ‘অনুস্কা শর্মা ফাউন্ডেশন’ এবং ‘বিরাট কোহলি ফাউন্ডেশন’-কে একত্রিত করে দরিদ্র প্রতিভাবান ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে একটি যৌথ অলাভজনক উদ্যোগ চালু করেছেন।

অনুস্কা এবং কোহলির তরফ থেকে একটি যৌথ বিবৃতিতে লেখা হয়েছে “কবি ও লেখক কাহলিল জিব্রান বলে গেছেন, ‘সত্যিকারের অর্থে একটি জীবনই অপর জীবনকে কিছু দিয়ে থাকে। আপনারা, যারা নিজেদের দাতা বলে মনে করেন, তারা কেবল একজন সাক্ষী’। এই অনুভূতির কথা মাথায় রেখে, আমরা যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছানোর জন্য ‘সেবা’-এর (SeVVA) মাধ্যমে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।”

anushkarat

তাদের এই বিবৃতিতে আরও বলা হয়েছে, “SeVVA-এর কাজ একটি নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। কারণ এটি মানবতাকে বিজয়ী বানিয়ে সেই অনুযায়ী সামাজিক কল্যাণ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে যা আজকের সময়ের বড্ড বেশি করেই প্রয়োজন।” তাদের এই নতুন উদ্যোগকে সাধুবাদ এবং কুর্নিশ জানিয়েছেন তাদের ভক্তরা।

একদিকে, বিরাট কোহলি নিজের সংস্থার মাধ্যমে দুঃস্থ ও অপারগ ক্রীড়াবিদদের ক্রীড়া বৃত্তি বা স্পোর্টস স্কলারশিপ প্রদান করে যাবে। যোগ্য ক্রীড়াবিদদের স্পনসরও করতে থাকবে সংস্থাটি। অপরদিকে অনুস্কা শর্মার সংস্থাটি আগের মতোই পশু কল্যাণের বিষয়ে জড়িত থাকবেন। এছাড়াও, তারা দু’জন, এই নতুন উদ্যোগের মাধ্যমে, সমাজকে ব্যাপকভাবে উপকৃত করে এমন উদ্বেগের ক্ষেত্রগুলিকে সাহায্য করার ব্যাপারে সচেষ্ট থাকবে৷

তারকা বলিউড অভিনেত্রী ও তারকা ভারতীয় ক্রিকেটার পাঁচ বছর আগে বিবাহ করেছেন। সম্প্রতি, বিরাট তার প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু এবি ডিভিলিয়ার্সের সঞ্চালিত ‘দ্য ৩৬০ শো’-তে নিজের স্ত্রীয়ের সাথে তার প্রথম আলাপচারিতার বিষয়ে আলোকপাত করেছেন। কোহলি প্রকাশ করেছিলেন যে তিনি প্রথমবার যখন বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য অনুস্কা সাথে সাক্ষাৎ করেন তখন তিনি রীতিমতো নার্ভাস ছিলেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর